ডিমেরিট পয়েন্ট পেল ব্রিসবেনের উইকেট

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

শামার-সিলসের তোপে প্রথম দিনেই অল আউট অস্ট্রেলিয়া

৭ ঘন্টা আগে
অস্ট্রেলিয়ার ইনিংসে চারটি উইকেট নেন শামার জোসেফ, ফাইল ফটো

টেস্ট ক্রিকেটে সাধারণত প্রথম দুইদিনের উইকেট খানিকটা ব্যাটিং সহায়ক থাকে। এরপর তৃতীয় দিন থেকে উইকেটে ফাটল ধরতে থাকে। আর সময়ের সঙ্গে সঙ্গে বোলাররা উইকেট থেকে সুবিধা পেতে থাকেন। এর কোনো বিশেষণই মেলেনি ব্রিসবেনের সঙ্গে।


অস্ট্রেলিয়ার বিপক্ষে সাউথ আফ্রিকার প্রথম টেস্ট শেষ হয়েছে মাত্র দুইদিনে। ম্যাচে মোটে খেলা হয়েছে ৮৬৬ বল। অস্ট্রেলিয়ার মাটিতে এটা দ্বিতীয় সর্বনিম্ন বলের টেস্ট ম্যাচের রেকর্ড। এই ম্যাচে পতন হয়েছে ৩৪ উইকেটের। প্রতি ২৫.৫ বলে একটি উইকেটের পতন হয়েছে।


promotional_ad

এই টেস্টে অস্ট্রেলিয়া ৪ উইকেটের জয় পেলেও আইসিসির কাছে এই ম্যাচের উইকেট ছিল 'গড়পড়তা মানের নিচে'। ফলে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে গ্যাবার নামের পাশে। ম্যাচ শেষে এই ম্যাচের উইকেট নিয়ে হতাশা প্রকাশ করেছেন সাউথ আফ্রিকার অধিনায়ক ডিন এলগারও।


আরো পড়ুন

সাউথ আফ্রিকা সিরিজ বাদ দিয়ে অ্যাশেজের প্রস্তুতি নেবেন কামিন্স

১২ জুলাই ২৫
ফাইল ছবি

ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন বলেছেন, 'সব মিলিয়ে এই টেস্টের জন্য গ্যাবার উইকেট ছিল অত্যাধিক বোলারদের অনুকূলে। এখানে বাড়তি বাউন্স ছিল এবং মাঝে মাঝে অনেক সিম মুভমেন্ট হয়েছে। দ্বিতীয় দিনে কিছু ডেলিভারি অনেক নিচু হয়েছে। এটা ব্যাটারদের জন্য জুটি গড়া কঠিন করে দিয়েছিল।'


প্রোটিয়া অধিনায়ক এলগার তো আম্পায়ারকে জিজ্ঞেস করেছিলেন এই উইকেটে খেলা সুরক্ষিত কিনা। ম্যাচের পর সংবাদ সম্মেলনেও ব্রিসবেনের উইকেট নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। এই ধরনের উইকেট টেস্ট খেলার উপযোগী কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন এলগার।


তিনি বলেন, ‘আপনাকে নিজেকে প্রশ্ন করতে হবে, এই পিচ কি এই ফরম্যাটের জন্য ভালো? দুই দিনে ৩৪ উইকেট, আমি বলব এটা ছিল একতরফা ব্যাপার। আমরা চার-পাঁচ দিন ধরে খেলতে চাই। আমার মনে হয় না, এটা খুব ভালো টেস্ট উইকেট ছিল।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball