'পাকিস্তানের হয়ে খেললে আগেই বাদ পড়তেন অ্যান্ডারসন'

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
টেন্ডুলকারের নাম অ্যান্ডারসনের পরে কেন, ক্ষোভ গাভাস্কারের
২৩ জুন ২৫
কদিন আগেই বয়স ৪০ পেরিয়েছে জেমস অ্যান্ডারসনের। তারপরও লাল বলে ইংল্যান্ডের প্রথম একাদশের নিয়মিত পেসারদের একজন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে বয়স বাড়লেও ভাটা পড়েনি তার পারফরম্যান্সে। বরং এখনও বল হাতে তরুণদের টেক্কা দিচ্ছেন এই পেসার। অথচ অ্যান্ডারসন যদি পাকিস্তান দলের হয়ে খেলতেন তাহলে একই পারফরম্যান্সের পরও আরও আগেই বয়সের কারণে বাদ পড়ে যেতেন, এমনটাই বলেছেন কামরান আকমল।
'বয়স নামের পাশে শুধুই একটি সংখ্যা।' - মাস দুয়েক আগেই এমনটা বলেছিলেন অ্যান্ডারসন। বয়সটা যে তার কাছে সংখ্যার চেয়ে বাড়তি কিছু নয়, তার প্রমাণ বাইশ গজে দিয়ে যাচ্ছেন তিনি। চল্লিশ বসন্ত পেরিয়েও ইংলিশদের টেস্ট দলের অন্যতম ভরসার নাম 'জিমি'।

লম্বা ক্যারিয়ারে লাল বলের ক্রিকেটে বহু রেকর্ড নিজের ঝুলিতে পুড়েছেন অ্যান্ডারসন। ইংলিশদের হয়ে সাদা পোশাকের ক্রিকেটে ১৭৭ ম্যাচে তিনি শিকার করেছেন ৬৭৫ উইকেট। পাশাপাশি রঙিন পোশাকে তার শিকারের সংখ্যা ২৮৭ টি।
‘শেষে যা ঘটেছে, ওটা খেলারই অংশ’, গিলের আগ্রাসন নিয়ে রাহুল
১২ ঘন্টা আগে
কামরান বলেন, 'সৃষ্টিকর্তাকে ধন্যবাদ! জেমস অ্যান্ডারসন পাকিস্তানে জন্ম গ্রহণ করেনি। তাহলে বয়সের কারণে সে আরও অনেক আগেই দল থেকে বাদ পড়ে যেতো। অন্য দলগুলো (পাকিস্তান ছাড়া) দেশের কথা চিন্তা করে।
দীর্ঘ ৬৩ বছর পর ঘরের মাঠে টানা তিন টেস্টে হেরেছে পাকিস্তান। দলের এমন বাজে পারফরম্যান্সে দল নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন কামরান। পাকিস্তানের এই উইকেটকিপার ব্যাটারের মতে, ক্রিকেটাররা দেশের চেয়ে নিজেদের স্বার্থকেই বেশি প্রধান্য দেয়।
তিনি বলেন, 'আমাদের কোনো নিয়ম নেই। আমরা দেশের কথা চিন্তা করি না, নিজেদের কথা বেশি ভাবি। একজন ক্রিকেটারের একটু বেশি বয়স হলেই আমরা ভাবতে থাকি, কিভাবে তাকে দল থেকে বাদ দেয়া যায়।'