প্রথমবারের মতো অস্ট্রেলিয়া সফর, তবুও রোমাঞ্চ নেই ডাসেনের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারত সুবিধা পাচ্ছে, এটা বুঝতে রকেটবিজ্ঞানী হওয়ার প্রয়োজন নেই: ডাসেন
২৮ ফেব্রুয়ারি ২৫
আর কিছুদিন পরই অস্ট্রেলিয়ার মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে সাউথ আফ্রিকা। প্রোটিয়াদের এই মিশনে আছেন র্যাসি ভ্যান ডার ডাসেনও। প্রথমবারের মতো অস্ট্রেলিয়া সফরে যেতে মুখিয়ে আছেন এই মিডল অর্ডার ব্যাটার। যদিও আলাদাভাবে কোনও রোমাঞ্চ কাজ করছে না তার মাঝে।
ক্যারিয়ারে এর আগে কখনোই অস্ট্রেলিয়ার মাটিতে খেলা হয়নি ডাসেনের। এ নিয়ে একটুও চিন্তিত নন ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার। ঘরের মাটিতে যেমন খেলেন, তেমনটাই খেলতে চান অজিদের ডেরায়।

ডাসেন বলেন, 'আগে আমি এখানে খেলিনি সেটা ঠিক আছে। তবে আমার মনে হয় না এটা আমার জন্যে 'বিদেশ'। আমি গেম প্ল্যান নিয়ে কাজ করব, যেমনটা আমি ঘরের মাটিতেও করেছি। এটা আগেও আমার বেশ কাজে লেগেছে। আমি এমনটা সামনেও করতে চাই।'
সাউথ আফ্রিকা সিরিজ বাদ দিয়ে অ্যাশেজের প্রস্তুতি নেবেন কামিন্স
১২ জুলাই ২৫
বাম হাতের আঙুলের ইনজুরির কারণে অবশ্য লম্বা সময় ধরে মাঠের বাইরে ডাসেন। গত অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে এই ইনজুরিতে পড়েন তিনি। সেই সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে খেলা হয়নি তার।
প্রোটিয়াদের হয়ে খেলতে পারেননি গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও। বিশ্রাম নিয়ে নিয়ে ইতোমধ্যেই সেরে উঠেছেন এই ব্যাটার। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট শুরুর আগে পুরোপুরি ফিট হবেন বলেই বিশ্বাস তার।
ডাসেন বলেন, 'প্রথম মাস অনেক কঠিন ছিল। পরবর্তীতে আস্তে আস্তে সেরে উঠেছি। প্রথম টেস্টের প্রস্তুতি নেয়ার জন্য আমাদের সামনে এখনও দুই সপ্তাহ আছে। আমি ফিরতে পেরে খুবই ভালো লাগছে।'