সুন্দরকে ১০ ওভার না করানোয় হতাশ আকাশ চোপড়া

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
৫০ ওভারের ম্যাচ খেলে অ্যাডিলেড টেস্টের প্রস্তুতি সারবে ভারত
৩ ডিসেম্বর ২৪
বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১ উইকেটে হেরেছে ভারত। এমন হারের পর রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। ভারতের সাবেক ওপেনার আকাশ চোপড়া ক্ষোভ ঝেড়েছেন ওয়াশিংটন সুন্দরকে দিয়ে ১০ ওভার না করানোর কারণে।
বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ভারতের অন্যতম মিতব্যয়ী বোলার ছিলেন সুন্দর। ৫ ওভারে মাত্র ১৭ রান দিয়ে তুলে নিয়েছিলেন ২ উইকেট। এরপর আর তাকে বোলিংয়েই আনেননি রোহিত। আকাশ মনে করেন এই স্পিনারকে দিয়ে অন্তত ৭-৮ ওভার বোলিং করানোর দরকার ছিল।

ইউটিউবে এক ভিডিওতে তিনি বলেন, 'ওয়াশিংটন সুন্দরকে নিয়ে বড় প্রশ্ন রয়েছে। সে মাত্র ১৭ রান দিয়ে ২ উইকেট নিয়েছে এবং আমি জিজ্ঞেস করতে চাই কেন তাকে পুরো (১০ ওভার) ওভার করানো হলো না? তাকে দিয়ে অন্তত ৭-৮ ওভার বোলিং করানো উচিত ছিল। কারণ সে ডানহাতি ব্যাটারদের ওপরও চড়াও হতে পারে।'
শেষ ব্যাটার হিসেবে মুস্তাফিজুর রহমান যখন উইকেটে আসেন তখন বাংলাদেশের প্রয়োজন ছিল ৫১ রান। এই সময় সুন্দরকে দিয়ে কয়েক ওভার করানো উচিত ছিল। এমনটা না করে ভারতীয় বোলাররা তাদের উইকেটে থিতু হওয়ার সুযোগ করে দিয়েছে বলে মনে করেন আকাশ।
তিনি বলেন, 'যখন ৫১ রান দরকার ছিল তখন তাকে দিয়ে কিছু ওভার করানো উচিত ছিল। তখন মেহেদী হাসান ও মুস্তাফিজুর নিজেদের জুটি জমিয়ে দিচ্ছিল। তাদেরকে লোভে ফেলা উচিত ছিল এবং দেখা উচিত ছিল কি হয়।'
মিরাজের সঙ্গে শেষ উইকেটে রান তাড়া করে জেতায় রেকর্ড ৫১ রানের জুটি গড়েন মুস্তাফিজ। এই জুটিতে ১১ বল খেলে মুস্তাফিজ অপরাজিত ছিলেন ১০ রান করে। ব্যাট হাতে দুটি বাউন্ডারিও মেরেছেন এই পেসার। মিরাজ অপরাজিত ছিলেন ৩৯ বলে ৩৮ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন।