'আগামী বছরই আমি ভারতের জার্সিতে খেলবো'

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পরাগের ৬ বলে ৬ ছক্কা ছাপিয়ে কলকাতার ১ রানের নাটকীয় জয়

৪ মে ২৫
হাফ সেঞ্চুরির পথে রিয়ান পরাগের একটি শট, আইপিএল

ইনিংসের শেষের দিকে উইকেটে এসে বড় শট খেলতে পারেন, দ্রুত রান তুলতে পারেন, একজন দক্ষ ফিনিশারের মধ্যে যা যা থাক প্রয়োজন তার প্রায় সবই আছে রায়ান পরাগের ব্যাটিংয়ে। ঘরোয়া এবং ফ্র্যাঞ্চাইজি লিগে পারফর্ম করে জাতীয় দলের দরজায় কড়া নাড়ছেন তিনি। তিনি আত্মবিশ্বাসী আগামী বছরেই ভারতের জার্সিতে অভিষেক হবে তার।


মূলত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) দিয়ে লাইম লাইটে আসেন পরাগ। রাজস্থান রয়্যালসের হয়ে ২০২১ মৌসুমে দারুণ পারফর্ম করার পর গত মেগা নিলামে তাকে নিয়ে কাড়াকাড়ি লেগে গিয়েছিল। রাজস্থান, গুজরাট টাইটান্স, চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের মাঝে বেশ কয়েকবার দড় কষা-কষি হয়।


যদিও নিলাম থেকে শেষ পর্যন্ত ৩.৮০ কোটি রুপিতে তাকে দলে ভিড়িয়েছিল রাজস্থান। আর সেটার প্রামাণ তিনি দিয়েছেন বাইশ গজে। আইপিএলের সর্বশেষ আসরে দলটির অন্যতম সেরা পারফর্মারদের একজন ছিলেন পরাগ। বিশেষ করে লোয়ার মিডল অর্ডারে ভরসার প্রতীক ছিলেন তিনি।


promotional_ad

গুয়াহাটিতে বেড়ে ওঠা এই অলরাউন্ডার আইপিএলে নিজেকে প্রমাণ করার পর জাতীয় দলের হয়েও সেরা ফিনিশার হয়ে উঠতে চান বলে জানিয়েছেন তিনি। নিজের অলরাউন্ড দক্ষতা দিয়ে রাজস্থান ও ভারতীয় দলের জন্য অবদান রাখতে চান তিনি।


আরো পড়ুন

সিরাজের দুর্ভাগ্যজনক আউট, ভারতকে হতাশ করে লর্ডসে জিতল ইংল্যান্ড

৬ ঘন্টা আগে
সিরাজের দুর্ভাগ্যজনক আউটে কপাল পুড়ল ভারতের

পরাগ বলেন, 'নিজের সম্পর্কে বলতে এবং নিজেকে গুরুত্ব দিতে আমি পছন্দ করি। আগামী বছর অবশ্যই আমি ভারতের হয়ে খেলবো, আমি শুধু এটার ওপরই নজর রাখছি এবং এটার জন্য এখন থেকেই কাজ করছি।'


২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের হয়ে খেলেছেন পরাগ। ২০১৯ সালে এই রাজস্থানের হয়েই আইপিএলে অভিষেক হয় তার। এরপর থেকে দলটির ঘরের ছেলে হয়ে উঠেছেন তিনি। আইপিএল হোক কিংবা পাড়ার ক্রিকেট সব জায়গায় খেলাটা উপভোগ করেন পরাগ।


তিনি বলেন, 'এটা আইপিএল হোক কিংবা স্কুলের কোনো খেলা হোক, আমি আমার খেলার ধরন এবং উদাযাপনের ভঙ্গি পরিবর্তন করি না। আমি শুধুই এটা উপভোগ করি। এখন অনেকেই খেলাটাকে উপভোগ করতে পারে না, তারা অনেক বেশি গুরত্বসহকারে নেয় (হাসি...)। আমি আমার খেলাটাকে উপভোগ করতে পছন্দ করি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball