'এটাই ক্রিকেট'

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
রাহুলকে দ্রুত ফিরিয়ে ম্যাচ জমিয়ে দিতে চায় ইংল্যান্ড
১৫ ঘন্টা আগে
ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে জয়ের জন্য শেষ উইকেটে ৫১ রান প্রয়োজন ছিল বাংলাদেশের। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে যা এই ম্যাচের আগে করতে পারেনি তারা। তাই ভারতের বিপক্ষে জিততে হলে মিরপুরে ইতিহাস গড়তে হতো টাইগারদের। মিরাজ-মুস্তাফিজ জুঁটিতে সেটাই করে দেখালো বাংলাদেশ। এমন জায়গা থেকে ম্যাচ হারবে ভারত, এটা হয়তো কেউ কল্পনাও করেনি। তবে এটা যে ক্রিকেট, এখানে স্ক্রিপ্টের শেষ কথোপকথনেও রোমাঞ্চ থাকে। ম্যাচ হারের পর লোকেশ রাহুলের কন্ঠেও শোনা গেছে এমনই সুর। তার মতে, এটাই ক্রিকেটের সৌন্দর্য।
১৮৭ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ইনিংসের প্রথম বলেই সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত। এই ওপেনার গোল্ডেন ডাক খেয়ে ফেরার পর থিতু হতে পারেননি এনামুল হক বিজয়ও। ২৬ রানে দুই ওপেনারকে হারানোর পর লিটন দাস এবং সাকিব আল হাসানের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।

তবে কেউই বড় ইনিংস খেলতে পারেননি। অধিনায়কের ব্যাট থেকে এসেছে ৪১ রান আর সাকিব ফিরেছেন ২৯ রান করে। মিডল অর্ডারে মুশফিকুর রহিম মাহমুদউল্লাহ রিয়াদ চেষ্টা করেছেন কিন্তু তারাও ব্যর্থ হয়েছেন। এই দুই অভিজ্ঞ ব্যাটারের বিদায়ের পরই মূলত পথ হারায় বাংলাদেশ।
সিরাজের দুর্ভাগ্যজনক আউট, ভারতকে হতাশ করে লর্ডসে জিতল ইংল্যান্ড
৬ ঘন্টা আগে
মাহমুদউল্লাহর বিদায়ের পর বাংলাদেশের সংগ্রহ ছিল ৫ উইকেটে ১২৮ রান। সেখান থেকে আর মাত্র ৮ রান যোগ করতে আরও ৪ উইকেট হারায় বাংলাদেশ। সবমিলিয়ে ১৩৬ রান তুলতেই ৯ উইকেট নেই বাংলাদেশের। খাদের কিনারায় দাঁড়িয়ে বাংলাদেশ তখন হারর প্রহর গুণছিল। আর তখনই 'ম্যাজিকাল মিরাজের' আবির্ভাব। দশম উইকেটে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ ৫১ রানের অপরাজিত জুঁটি গড়ে দলকে জয়ের বন্দরে পোঁছে দেন মিরাজ-মুস্তাফিজ।
রাহুল বলেন, 'এটাই ক্রিকেট। অপ্রত্যাশিত কিছুর প্রত্যাশা কখনও কখনও করতেই হয়। ক্রিকেট যতদিন ধরে খেলা হচ্ছে, এমনটি আমরা বারবার হতে দেখছি এবং এমন ফলাফল নিয়মিতই হচ্ছে। শেষ বল করার আগে বা শেষ রান নেওয়ার আগে কখনও ম্যাচ জেতার নিশ্চয়তা পাওয়া যায় না।'
ব্যাটিংয়ে মুস্তাফিজকে সঙ্গে নিয়ে ৫১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন মিরাজ। যেখানে বড় অবদান এই অলরাউন্ডারেরই। তার ব্যাট থেকে এসেছে ৩৯ বলে অপরাজিত ৩৮ রান। ব্যাটিংয়ে নায়ক বনে যাওয়ার দিনে বল হাতেও অবদান ছিল মিরাজের। ৯ ওভারে ৪৩ রান দিয়ে শিকার করেছেন গুরুত্বপূর্ণ এক উইকেট।
মিরাজের পারফরম্যান্স প্রসঙ্গে বলতে গিয়ে রাহুল বলেন, 'তারা সত্যিই দারুণ লড়াই করেছে এবং শেষ পর্যন্ত লড়াই করেছে। মেহেদীর ইনিংসটি…ক্যাচ মিস ছিল, তবে সে দারুণ ব্যাটিং করেছে। আমি যেমনটা বললাম, তারা শেষ পর্যন্ত লড়াই করেছে এবং ম্যাচ জিতেই থেমেছে।'