বিগব্যাশ থেকে ছিটকে গেলেন মার্শ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কামিন্স-হেডদের ছাড়াই অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল ঘোষণা
৪ জুন ২৫
লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে গেলেন মিচেল মার্শ। চোটের কারণে আগামী তিন মাস মাঠে নামতে
পারবেন না এই অজি অলরাউন্ডার। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

দীর্ঘদিন ধরেই গোড়ালির চোটে ভুগছিলেন মার্শ। যার ফলে এর আগেও একাধিকবার মাঠের বাইরে থাকতে হয়েছে এই অলরাউন্ডারকে। কোনোভাবেই যেন তা পিছু ছাড়ছিল না তারা।
বোল্যান্ডের শতবছরের রেকর্ডের দিনে বিপর্যয়ে অস্ট্রেলিয়া
১৬ ঘন্টা আগে
স??ই চোট থেকে পুরোপুরি সেরে ওঠতে এবার অস্ত্রোপচার করিয়েছেন মার্শ। এমন পরিস্থিতি থেকে তিনি শতভাগ ফিট হতে তিন মাস সময় লাগবে বলে জানিয়েছে সিএ। সব কিছু ঠিক থাকলে তিন মাস পর আবারও বাইশ গজের দেখা যাবে তাকে।
সিএর নির্বাচক কমিটির প্রধান জর্জ বেইলি আশাবাদী মার্শের ক্রিকেটে ফেরা নিয়ে। তিনি বলেন, 'মার্শ আমাদের স্কোয়াডের গুরুত্বপূর্ণ সদস্য। চোট কাটিয়ে ওঠার সময়ে আমরা তার পাশে থাকবো।'
এদিকে বিগব্যাশ লিগের (বিবিএল) এবারের আসর শুরু সপ্তাহ দুয়েক মাত্র বাকি। এই সময়ে মার্শের চোট নিশ্চিত ভাবেই ভোগাবে পার্থ স্কোচার্সকে। ফ্র্যাঞ্চাইজিটির বড় তারকাদের একজন এই অজি অলরাউন্ডার। চোটের কারোণে পুরো আসরেই খেলতে পারবেন না তিনি।
শুধুই বিবিএল নয় অস্ট্রেলিয়ার আসন্ন ভারত সিরিজেও মার্শ পাওয়া নিয়ে শঙ্কা আছে। বেইলি বলেন, 'আমরা আশাবাদী, মার্চে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে তাকে পাবো।'