জাকিরের ব্যাটে ড্র করলো বাংলাদেশ 'এ'

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

অস্ট্রেলিয়ায় আবারও সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ ‘এ’

১ জুলাই ২৫
টানা দু'বার এই সিরিজে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ 'এ' দল, ফাইল ফটো

জাকির হাসানের বিদায়ের পর দিনের খেলা শেষ হতে ৩২ বল বাকি ছিল। এইটুকু সময় উইকেটে পার করে দিতে পারলেই ফলাফল ড্র। কিন্তু জাকিরের বিদায়ের পর ফিরে নাইম হাসানও ফিরে গেলে বাংলাদেশের আকশে শঙ্কার মেঘ জমে। সেই মেঘেই হয়তোবা কক্সবাজারের আলোক স্বল্পতা দেখা দেয়! দিনের খেলার দুই ওভার বাকি থাকতেই আলোক স্বল্পতার কারণে খেলা শেষ করতে বাধ্য হন আম্পায়াররা। এর ফলে বাংলাদেশ 'এ' এবং ভারত 'এ' দলের মধ্যকার চারদিনের অনানুষ্ঠানিক টেস্ট ম্যাচটি ড্র হয়।


প্রথম ইনিংসে ১১২ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ 'এ' দল। জবাবে নিজেদের প্রথম ইনিংসে দুই ওপেনারের সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ে ভারত 'এ' দল। ভারতীয় ব্যাটারদের কাছে পাত্তাই পাননি খালেদ আহমেদ-রেজাউর রহমান রাজারা। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ৪৬৫ রান তোলে ইনিংস ঘোষণা করে ভারত 'এ' দল।


ভারতের এভারেস্টসম লিড মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। এই ইনিংসে অবশ্য ঘুরে দাঁড়ায় তারা। ১৭২ রানে এক উইকেট হারিয়ে ম্যাচের তৃতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ। এর ফলে শেষ দিন ছিল মহাগুরুত্বপূর্ণ। ম্যাচ বাঁচাতে যেকোনো একজনকে উইকেট আকঁড়ে ধরে ব্যাটিং করার বিকল্প ছিল না। সেই কাজটা করেছেন জাকির হাসান।


শেষদিনের প্রথম সেশনে কাঙ্খিত সেঞ্চুরির দেখা পান জাকির। দশটি চার ও দুটি ছক্কায় হাঁকান তিনি। তার সঙ্গে ১৪৮ রানের জুটি গড়েন নাজমুল হোসেন শান্ত। এই দুই ব্যাটারের ব্যাটিংয়ে ভালোভাবেই এগোচ্ছিল বাংলাদেশ। কিন্তু শ্নাতর বিদায়ের পরই পাল্টে যায় ম্যাচের দৃশ্যপট।


promotional_ad

৭৭ রানে মুকেশ কুমারের বলে বোল্ড হয়ে শান্ত সাজঘরে ফেরার পর উইকেটে আসেন মুমিনুল হক। কিন্তু এবারও ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেননি তিনি। টেস্ট ক্রিকেটে লম্বা সময় ধরে অফ-ফর্মে থাকা এই ব্যাটার প্রথম ইনিংসে ৪ রান করার পর দ্বিতীয় ইনিংসে করেন ৩৭ বলে ১৩। ঘরের মাঠে তাকে বোল্ড করে ফেরান জয়ন্ত যাদব।


একপ্রান্তে দাঁড়িয়ে থাকলেও আরেক প্রান্তে ছিল ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল। এসবের মধ্যেও প্রায় সারাদিন উইকেট আকড়ে ধরে ব্যাটিং করেছেন জাকির। তবে দিনের খেলার মাত্র ৫ ওভার বাকি থাকতে সাজঘরে ফিরেছেন তিনি। একই সঙ্গে হাতছাড়া করেছেন নিজের ডাবল সেঞ্চুরিও। ডাউন দ্য উইকেটে এগিয়ে এসে খেলতে গিয়ে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন এই ওপেনার। এর আগে ৪০২ বল খেলে ১৭৩ রান করেছেন তিনি।


জাকিরের বিদায়ের পরের ওভারেই ফেরেন নাঈম হাসানও। এর ফলে ম্যাচ হারের শঙ্কা জাগে। তবে রাজার ব্যাটে সেই বিপদ সামাল দেয় বাংলাদেশ। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ৪৪১ রান তোলে দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। এর ফলে ম্যাচে কোনো ফলাফল আসেনি।


 


সংক্ষিপ্ত স্কোর-


বাংলাদেশ 'এ' দল (১ম ইনিংস): ১১২/১০ (৪৫ ওভার) (মোসাদ্দেক ৬৩, শান্ত ১৯; সৌরভ ৪/২৩)


ভারত 'এ' দল (১ম ইনিংস): ৪৬৫/৫ (১৩২ ওভার) (জয়সাওয়াল ১৪৫, ঈশ্বরন ১৪২)


বাংলাদেশ 'এ' দল (২য় ইনিংস): ৩৪১/৯ (১৪৬ ওভার) (জাকির ১৭৩, জয় ২১)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball