প্রথম ওয়ানডে শেষ তাসকিনের, তামিমকে নিয়েও শঙ্কা

ছবি: সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
টেস্ট দলে ডাক পেলেন তানজিম, নেই তাসকিন
৮ এপ্রিল ২৫
ভারত সিরিজ শুরুর আগেই দুঃসংবাদ শুনতে হল বাংলাদেশ দলকে। কোমরের চোটের কারণে সিরিজের প্রথম ওয়ানডে থেকে ছিটকে গেছেন তাসকিন আহমেদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সুত্র ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছে।

তাসকিনের জায়গায় ভারত সিরিজের স্কোয়াডে অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন শরিফুল ইসলাম। একই সঙ্গে শঙ্কা আছে তামিম ইকবালকে নিয়েও। ভারত সিরিজের আগে নিজেদের মাঝে ভাগাভাগি হয়ে প্রস্ততি ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ দলের ক্রিকেটাররা। সেই ম্যাচে সেঞ্চুরি হাকালেও হাঁটুতে চোট পেয়েছেন তিনি।
বাংলাদেশে এমন গতিময় উইকেট আগে দেখেননি জিম্বাবুয়ের কোচ
৯ ঘন্টা আগে
তবে তার চোট নিয়ে বিস্তারিত জানতে অপেক্ষা করতে হবে মেডিকেল রিপোর্ট হাতে পাওয়ার জন্য। এরপরই নিশ্চিত হওয়া যাবে তামিমের থাকা না থাকার বিষয়টি নিয়ে। তবে তামিম আভ্রত সিরিজ থেকে ছিটকে গেলে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান।