কোহলিদের টি-টোয়েন্টি থেকে ছাঁটাই করছে ভারত!

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

৪ দিন পরপর দাড়িতে রঙ করতে হয়, এটাই অবসরের সময়: কোহলি

৯ জুলাই ২৫
রবীন্দ্র জাদেজার সঙ্গে আলাপচারিতায় কোহলি, ফাইল ফটো

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তরুণদের নিয়ে দল সাজানোর কথা ভাবছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। সেটা করতে গিয়ে বিরাট কোহলি-রোহিত শর্মাদের টি-টোয়েন্টি দল থেকে সরিয়ে দিচ্ছে তারা। এমন খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই।


দ্বিপাক্ষিক সিরিজে ভালো করলেও লম্বা সময় ধরেই আইসিসির টুর্নামেন্টে শিরোপা জিততে পারছে না ভারত। ২০০৭ সালের পর টি-টোয়েন্টি বিশ্বকাপে ট্রফি উঁচিয়ে ধরতে পারেননি কোহলিরা। ২০২১ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বাদ পড়লেও এবার সেমিফাইনালে উঠেছিল ভারত।


promotional_ad

যদিও সাফল্য পায়নি রোহিতের দল। ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে হেরে বিদায় নিয়েছে তারা। হতাশার পারফরম্যান্সে বিশ্বকাপ থেকে বিদায় নেয়ার পর গুঞ্জন উঠে ২০ ওভারের দল থেকে জায়গা হারাচ্ছেন কোহলি-রোহিতের মতো সিনিয়র ক্রিকেটররা।


আরো পড়ুন

২০২৭ বিশ্বকাপে রোহিত-কোহলির জায়গা পাওয়া কঠিন হবে, মনে করেন গাঙ্গুলি

২২ জুন ২৫
ফাইল ছবি

সেই সঙ্গে ‍গুঞ্জন উঠে, টি-টোয়েন্টি থেকে অবসর নিতে বলা হতে পারে কোহলি-রোহিত-রবিচন্দ্রন অশ্বিনের মতো ক্রিকেটারদের। যদিও এমন অভিযোগ উড়িয়ে দিয়েছে বিসিসিআইয়ের এক কর্মকর্তা। পিটিআইকে সূত্রটি জানায়, আগামী এক বছর টি-টোয়েন্টি খেলবেন না কোহলিরা।


২০ ওভারের ক্রিকেট না খেললেও তাদেরকে বোর্ড থেকে অবসর নিতে বলা হবে না বলে জানা যায়। টেস্ট এবং ওয়ানডে ম্যাচের প্রতি সিনিয়র ক্রিকেটারদের মনোনিবেশ বাড়াতে এমন সিদ্ধান্ত নেয়া হবে। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক সূত্র পিটিআইকে বলেছে, ‘বিসিসিআই কখনও-ই কাউকে অবসর নিতে বলে না। এটি ক্রিকেটারদের ব্যক্তিগত সিদ্ধান্ত।’


‘হ্যাঁ, ২০২৩ সালে নির্ধারিত টি-টোয়েন্টি সিরিজের বদলে বেশির ভাগ সিনিয়রদের ওয়ানডে এবং টেস্ট ম্যাচগুলোতে মনোনিবেশ করতে বলা হবে। কেউ না চাইলে অবসর ঘোষণা করার দরকার নেই। তবে বেশিরভাগ সিনিয়রদেরই পরের বছর টি-টোয়েন্টি খেলতে দেখতে পাওয়া যাবে না।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball