শান্ত-মিথুনদের ব্যর্থতার পর বিবর্ণ খালেদরা, এগিয়ে ভারত

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

অস্ট্রেলিয়ায় আবারও সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ ‘এ’

১ জুলাই ২৫
টানা দু'বার এই সিরিজে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ 'এ' দল, ফাইল ফটো

প্রথম দিনে বাংলাদেশ 'এ' দলের ব্যাটারদের ব্যর্থতার পর সুবিধা করতে পারেনি বোলাররাও। ভারত 'এ' দলের ব্যাটারদের কাছে একেবারে পাত্তায় পায়নি খালেদ আহমেদ-রেজাউর রহমান রাজারা। প্রথম ইনিংসে বাংলাদেশ অল আউট হয়েছে মাত্র ১১২ রান, অথচ ভারতের দুই ওপেনার মিলেই অবিচ্ছিন্ন ১২০ রানের জুটি গড়েছেন।


দশ উইকেট হাতে নিয়ে প্রথম ইনিংসে ভারতের লিড এখন ৮ রানের। দুই ওপেনারই হাফ-সেঞ্চুরি তুলে নিয়েছেন। ইয়াশাভি জয়সাওয়াল অপরাজিত আছেন ৬১ রানে। আরেক ওপেনার অভিমন্যু ইশ্বরন অপরাজিত আছেন ৫৩ রানে। এরা আগে কক্সবাজারে টস হেরে শুরুতে ব্যাটিং করে বাংলাদেশ 'এ' দল।


দীর্ঘদিন ধরে অফ ফর্মে থাকা মাহমুদুল হাসান জয়ের জন্য সুযোগ ছিল এই ম্যাচ দিয়ে রানে ফেরার। তবে ঘরের মাঠেও ব্যর্থ এই তরুণ ওপেনার। ইনিংস ওপেন করতে নেমে দ্বিতীয় ওভারেই সাজঘরে ফিরেছেন জয়। তার ব্যাট থেকে এসেছে ৯ বলে ১ রান।


promotional_ad

আরেক ওপেনার জাকির হাসান ডাক খেয়েছেন। তিনে নেমে নাজমুল হোসেন শান্ত ফিরেছেন ১৯ রান করে। অভিজ্ঞ মুমিনুল হক ৪ রানের বেশি করতে পারেননি। ডাক মেরে সাজঘরে ফিরেছেন অধিনায়ক মিথুনও। দলীয় ২৬ রান তুলতেই প্রথম সারির ৫ ব্যাটারকে হারিয়ে বাংলাদেশ।


এরপর উইকেটে এসে ভারতীয় বোলারদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। বাকি ব???যাটারদের ব্যর্থতার মাঝেও সাবলীল ব্যাটিং করেছেন তিনি। জাকের আলিকে সঙ্গে নিয়ে বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করছেন এই অলরাউন্ডার।


৫ উইকেটে ৫৬ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায় বাংলাদেশ। যেখানে ২৯ বলে ২৯ রান করে অপরাজিত ছিলেন মোসাদ্দেক। লাঞ্চ বিরতি থেকে ফিরে বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলেছেন মোসাদ্দেক। ৫৪ বলে তুলে নিয়েছিলেন হাফ-সেঞ্চুরি। তবে সেটা খুব বেশি লম্বা করতে পারেননি। 


৬৩ রান করে মোসাদ্দেক সাজঘরে ফেরার পরা আর কেউই প্রতিরোধ গড়তে পারেনি। তাইজুল ইসলামের ১২ এবং নাইম হাসানের ৬ রানের সুবাদে শেষপর্যন্ত ১১২ রানে অলআউট হয়েছে বাংলাদেশ 'এ' দল। ভারত 'এ' দলের হয়ে ২৩ রানে ৪ উইকেট শিকার করেছেন সৌরভ কুমার।


সংক্ষিপ্ত স্কোর-


বাংলাদেশ 'এ' দল: ১১২/১০ (৪৫ ওভার) (মোসাদ্দেক ৬৩, শান্ত ১৯; সৌরভ ৪/২৩) 


ভারত 'এ' দল: ১২০/০ (৩৬ ওভার) (জয়সাওয়াল ৬১*, অভিমন্যু ৫৩*)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball