বাংলাদেশ সফরে ভারত 'এ' দলের হেড কোচ কটাক

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

অস্ট্রেলিয়ায় আবারও সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ ‘এ’

১ জুলাই ২৫
টানা দু'বার এই সিরিজে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ 'এ' দল, ফাইল ফটো

বিরাট কোহলি-রোহিত শর্মারা আসার আগে বাংলাদেশ সফরে আসছে ভারত ‘এ’ দল। এই দলটির দায়িত্বে আছেন ভারতের ন্যাশনাল ক্রিকেট একাডেমির (এনসিএ) কোচ সিতানশু কটাক। তাকে সঙ্গ দেবেন আরও দুজন কোচ।


কটাকের সঙ্গে বোলিং কোচ হিসেবে থাকবেন ট্রলি কুলি। এই অস্ট্রেলিয়ান ছাড়াও ফিল্ডিং কোচ হিসেবে কটাককে সঙ্গ দেবেন টি দিলিপ। বর্তমানে ভারতের জাতীয় দলের ফিল্ডিং কোচ দিলিপ।


promotional_ad

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতীয় দল থেকে বিশ্রাম পেয়েছিলেন দিলিপ। 'এ' দলের সঙ্গে সফরে এসেছেন তিনি। 'এ' দলের সিরিজ শেষ করে আবারও জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন দিলিপ।


বাংলাদেশ 'এ' দলের বিপক্ষে সিলেট এবং কক্সবাজারে দুটি চারদিনের ম্যাচ খেলবে ভারত 'এ' দল। টেস্টের প্রস্তুতি নিতে চেতেশ্বর পূজারা ও উমেশ যাদবকে বাংলাদেশ সফরে ভারত ‘এ’ দলের সঙ্গে যুক্ত করেছে ভারত। যেখানে রয়েছেন নবদীপ সাইনির মতো পরীক্ষিত পেসারও। মূলত টেস্টের প্রস্ততি নিতেই ‘এ’ দলের সঙ্গে পাঠানো হচ্ছে পূজারা ও উমেশকে।


রিজার্ভ উইকেটরক্ষক কেএস ভরতও রয়েছেন পূজারা-উমেশদের সঙ্গে। রঞ্জিতে সবচেয়ে বেশি রান করলেও জাতীয় দলের হয়ে সুযোগ পাননি সরফরাজ খান। তবে তাকে রাখা হয়েছে ‘এ’ দলের সঙ্গে।


২৫ নভেম্বর বাংলাদেশের মাটিতে পা রেখেছে ভারত। ২৯ নভেম্বর কক্সবাজারের শেখ কামাল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হবে প্রথম চারদিনের ম্যাচ। ৬ ডিসেম্বর থেকে সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে দ্বিতীয় ও শেষ চারদিনের ম্যাচ।


এদিকে ভারতের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলকে নেতৃত্ব দেবেন মোহাম্মদ মিঠুন। প্রথম চারদিনের ম্যাচের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে ডাক পেয়েছেন মুমিনুল হক, মোসাদ্দেক হোসেন সৈকত এবং শরিফুল ইসলামের মতো ক্রিকেটাররা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball