গিল লম্বা সময় ভারতকে সার্ভিস দেবে: শাস্ত্রী

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘শেষে যা ঘটেছে, ওটা খেলারই অংশ’, গিলের আগ্রাসন নিয়ে রাহুল

১৩ জুলাই ২৫
জ্যাক ক্রলিকে শাসাচ্ছেন শুভমান গিল, ফাইল ফটো

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই নিজের ব্যাটিং প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন শুভমান গিল। বিশেষ করে সাদ পোশকের ক্রিকেটে ইতোমধ্যে দলের নিয়মিত সদস্য হয়ে উঠেছেন এই ওপেনার। খুব একটা পিছিয়ে নেই রঙিন পোশাকেও। সাদা বলেও দলের ভবিষ্যত তারকা ভাবা হয় এই ওপেনারকে। রবি শাস্ত্রীর ধারণা, এই ওপেনার লম্বা সময় ভারতকে সার্ভিস দেবে।


সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে জিতেছিল ভারত। যেখানে বড় অবদান রেখেছিলেন গিল। রোহিত শর্মার অনুপস্থিতি আর বিরাট কোহলির মতো অভিজ্ঞ ব্যাটারের অফফর্মের কারণে সেই সিরিজে ভুগতে পারতো দল। তবে এমন পরিস্থিতিতে নিয়মিত রান করেছেন এই তরুণ ওপেনার।


promotional_ad

ক্যারিবিয়ানদের বিপক্ষে ইনিংস ওপেন করতে নেমে সিরিজের প্রথম ওয়ানডেতে করেছিলেন ৬৪ রান। এরপরের ম্যাচে সাজঘরে ফিরেছেন ৪৩ রান করে। আর তৃতীয় ম্যাচে অল্পের জন্য সেঞ্চুরির দেখা পাননি। অপরাজিত ছিলেন ৯৮ রান করে। 


আরো পড়ুন

সিরাজের দুর্ভাগ্যজনক আউট, ভারতকে হতাশ করে লর্ডসে জিতল ইংল্যান্ড

৯ ঘন্টা আগে
সিরাজের দুর্ভাগ্যজনক আউটে কপাল পুড়ল ভারতের

ওয়ানডে দলে নিয়মিত না হলেও যখনই সুযোগ পান তখনই নিজেকে মেলে ধরেন। চলমান নিউজিল্যান্ড সিরিজেও প্রথম ওয়ানডেতে ইনিংস ওপেন করতে নেমে হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন। দ্বিতীয় ম্যাচে বৃষ্টি হানা দেয়ার আগে অপরাজিত ছিলেন ৪৫ রান করে। তার ব্যাটিংয়ের ধরনও ছিল চোখ ধাঁধানো।


শাস্ত্রী বলেন, 'সে একজন বিশ্বমানের খেলোয়াড় এবং সে লম্বা সময় ধরে সার্ভিস দেবে। তার খেলার ধরন খুবই ভালো, অনুশীলনে কঠোর পরিশ্রম করে, খেলার জন্য সে ক্ষুধার্থ এবং খেলাটা ভালোবাসে। সে খেলাটা চালিয়ে যাবে কারণ তার পরিচর্যা খুবই ভালো হচ্ছে।'


এদিকে টেস্ট ক্রিকেটে ভারতীয় দলে জায়গা অনেকটাই নিশ্চিত গিলের। ওয়ানডেতেও সুযোগ পেয়ে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন তিনি। তবে টি-টোয়েন্টি দলে এখনও অভিষেক হয়নি তার। তবে টি-টোয়েন্টি দলেও খেলার মতো সামর্থ্য আছে এই তরুণ ওপেনারের। যার প্রমাণ দিয়েছেন তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball