নাঈম-নাসিরের ব্যাটে সাউথের বড় জয়

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

এক যুগ পর ম্যাচসেরা হয়ে চিটাগংয়ের মালিকপক্ষকে ধন্যবাদ দিলেন নাঈম

২১ জানুয়ারি ২৫
গণমাধ্যমে কথা বলছেন নাঈম ইসলাম, ক্রিকফ্রেঞ্জি

সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দুর্দান্ত ফর্মে ছিলেন নাঈম ইসলাম। সেই ফর্মই যেন টেনে এনেছেন এবারের বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল)। সেন্ট্রাল জোনের বিপক্ষে ১০২ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন এই মিডল অর্ডার ব্যাটার। নাঈমের সেঞ্চুরি আর নাসির হোসেনের হাফ সেঞ্চুরিতে সেন্ট্রাল জোনকে ২৬ রানে হারিয়েছে সাউথ জোন।


২৮৩ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই সাজঘরে ফিরেছেন সৌম্য সরকার। এই বাঁহাতি ওপেনার রানের খাতায় খুলতে পারেননি। তিনে নেমে নাজমুল হোসেন শান্ত ফিরেছেন ২৩ রান করে। আরেক ওপেনার আব্দুল মজিদের ব্যাট থেকে এসেছে ১৬ রান।


promotional_ad

৬০ রানের মধ্যেই টপ অর্ডারের চার ব্যাটারকে হারিয়ে ধুঁকছিল সেন্ট্রাল জোন। সেখান থেকে দলকে টেনে তুলেন মোসাদ্দেক হোসেন সৈকত এবং আলি জাকের অনিক। এই দুই ব্যাটারের হাফ সেঞ্চুরিতে জয়ের পথেই ছিল দল। কিন্তু এই দুইজনের বিদায়ের পর আর কেউই বলার মতো কোনো ইনিংস খেলতে পারেনি। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫৬ রান তোলেছে সেন্ট্রাল জোন।


আরো পড়ুন

ভেন্যু সংকটে পিছিয়ে যাচ্ছে বিসিএল, শুরু ১৫ জুন

১২ এপ্রিল ২৫
ক্রিকফ্রেঞ্জি

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি সেন্ট্রাল জোনের। ১৩ বল খেলে মাত্র ১ রান করে সাজঘরে ফেরেন এনামুল হক বিজয়। তিন নম্বরে খেলতে নেমে গোল্ডেন ডাক মেরে ফেরেন জাকির হাসান। তবে ওপেনার নাইম শেখ আর চারে ব্যাটিং করতে নামা নাঈম ইসলাম দুর্দান্ত ব্যাটিং করেছেন।


দুই নাইমের ব্যাটে চড়ে বড় সংগ্রহের পথে হেঁটেছে সাউথ জোন। ওপেনার নাইম হাফ সেঞ্চুরি করে আউট হয়েছেন। তবে অভিজ্ঞ নাঈম সেঞ্চুরি তুলে নিয়েছেন। তার ব্যাট থেকে এসেছে দলীয় সর্বোচ্চ ১০৬ বলে ১০২ রান। তাছাড়া নাসির হোসেনের ব্যাট থেকে এসেছে ৭৫ রান।


শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৮২ রান তোলেছে সাউথ জোন। সেন্ট্রাল জোনের হয়ে ৪৩ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করেছেন রবিউল হক। ৩৬ রানে এক উইকেট পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball