পাকিস্তান দলে ডাক পাওয়ার দিনে বিপিএলে আবরার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিপিএলকে বদলে দিতে তামিম-মুশফিকদের পরামর্শ নিলো বিসিবি
২২ ঘন্টা আগে
ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের সুবাদে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের টেস্ট দলে ডাক পেয়েছেন আবরার আহমেদ। পাকিস্তানের স্কোয়াডে ডাক পাওয়ার দিনে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দল পেলেন ডানহাতি এই লেগ স্পিনার।
আবরারকে দলে নিলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। পাকিস্তানের এই রহস্যময় স্পিনারকে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। পঞ্চম পাকিস্তানি ক্রিকেটার হিসেবে কুমিল্লায় যোগ দিলেন আবরার।

কায়েদ-এ-আজম ট্রফিতে বল হাতে দারুণ ছন্দে রয়েছেন ডানহাতি এই লেগ স্পিনার। ৬ ম্যাচে ২১.৯৫ গড়ে ৪৩ উইকেট নিয়েছেন আবরার। যেখানে ৬ ম্যাচে পাঁচবার ৫ উইকেট নিয়েছেন তিনি। এমন পারফরম্যান্সের ফলে পাকিস্তান দলে ডাক পেয়েছেন ২৪ বছর বয়সি এই স্পিনার।
আগামী ২৩ নভেম্বর মাঠে গড়াবে বিপিএলের এবারের আসরের ড্রাফট। এর আগে নিজেদের ইচ্ছে মতো বিদেশি ক্রিকেটার দলে নেয়ার সুযোগ পাচ্ছে দলগুলো। সেই সুযোগে পঞ্চম বিদেশি ক্রিকেটার হিসেবে আবরারকে নিয়েছে কুমিল্লা।
এর আগে পাকিস্তানের পেসার শাহীন শাহ আফ্রিদি, পেসার হাসান আলি, খুশদিল শাহ এবং উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে দলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে চোটে পড়ায় খানিকটা শঙ্কা আছে শাহীন আফ্রিদিকে নিয়ে।