এই প্রজন্মের ছেলেরা আমাকে ফিক্সার বলে: ওয়াসিম আকরাম

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘দুবাইয়ের বাইরে খেললেও ভারত চ্যাম্পিয়ন হতো’, একই মত গাভাস্কার-আকরামদের
১২ মার্চ ২৫
গতি আর সুইংয়ে বরাবরই দুর্দান্ত ছিলেন ওয়াসিম আকরাম। সর্বকালের সেরা পেসারদের তালিকা করলে সবার উপরের দিকেই থাকবেন সাবেক এই বাঁহাতি পেসার। তবে বর্ণাঢ্য ক্যারিয়ারে খানিকটা কলঙ্কও রয়েছে তার। যে কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমান প্রজন্মের ছেলেরা তাকে ম্যাচ ফিক্সার দাবি করেন।
ওয়াসিম আকরামের হাত ধরে ১৯৯২ সালে ওয়ানডে বিশ্বকাপ জেতে পাকিস্তান। মেলবোর্নের সেই ফাইনালে দুই বলে অ্যালেন লাম্ব এবং ক্রিস লুইসকে ফিরিয়ে ম্যাচের গতিপথ বদলে দিয়েছিলেন সাবেক এই পেসার। তবে এর আগে ১৯৯০ সালে তার নামে অভিযোগ এনেছিলেন আতা উর রহমান।

পাকিস্তানের সাবেক পেসারের অভিযোগ ছিল, ওয়াসিম আকরাম ম্যাচ ফিক্স করার জন্য টাকা অফার করেছিলেন। ১৯৯৬ বিশ্বকাপেও তার নামে অভিযোগ ছিল মিথ্যে চোটের কথা বলে ভারতের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল খেলেননি ওয়াসিম।
ইংল্যান্ডের হয়ে খেলার গুঞ্জন উড়িয়ে দিলেন হাসিবউল্লাহ
১৪ জুলাই ২৫
যদিও পরবর্তীতে ওয়াসিমের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যে প্রমাণিত হয়। এদিকে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং ভারতের মতো দেশের সাবেক ক্রিকেটার কিংবা বর্তমান সমর্থকরা ওয়াসিম আকরামকে বিশ্বের অন্যতম সেরা পেসার হিসেবে দেখলেও পাকিস্তানে সেটা ভিন্ন।
ওয়াইড ওয়ার্ল্ড অব স্পোর্টসের সঙ্গে আলাপকালে ওয়াসিম আকরাম বলেন, ‘ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ এবং ভারতে তারা যখন বিশ্ব একাদশ নিয়ে কথা বলে এবং যখন তারা বিশ্বের সেরা বোলারদের নিয়ে কথা বলে তখন আমার নাম উঠে আসে।’
‘কিন্তু পাকিস্তানের এই জেনারেশন, সামাজিক যোগাযোগমাধ্যমের জেনারেশন তারা নিচে নেমে কমেন্ট করে। তারা বলে, ‘ওহ, সে তো একজন ম্যাচ ফিক্সার।’ এটা কি তা জানি না। আমি আমার জীবনের সেই পর্যায় অতিক্রম করে এসেছি যেখানে আমাকে অনেক মানুষের কথা চিন্তা করতে হয়েছে।’