২৫০-২৬০ এর বৃত্ত ভাঙার প্রত্যয় মিরাজের

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
হৃদয়কে চাপে ফেলতে চাননি মিরাজ
৯ জুলাই ২৫
ওয়ানডে ফরম্যাটে সমীহ জাগানিয়া দল বাংলাদেশ। অন্য দুই ফরম্যাটের চেয়ে ৫০ ওভারের ক্রিকেটে বেশ ধারাবাহিকও টাইগাররা। যদিও এই ফরম্যাটে নিয়মিত বাংলাদেশের স্কোর থেমে যায় ২৫০-২৬০ রানে।
এই ধারা থেকে বেড়িয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেছেন মেহেদী হাসান মিরাজ। বোলারদের লড়াইয়ের পুঁজি এনে দিতে ৩০০ রানের বিকল্প দেখছেন না তিনি। রবিবার থেকে শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) আসর। এই টুর্নামেন্ট থেকেই ব্যাটারদের কাছে ৩০০ পেরোনো পুঁজি চান মিরাজ।

ম্যাচ শেষে এই অলরাউন্ডার বলেন, 'ওয়ানডে ক্রিকেটে সবসময় ২৮০-৩০০ রান করতে হবে। তা হলেই না বোলাররা ডিফেন্ড করতে পারবে। এটা অভ্যাসের ব্যাপার। (২৬০-২৭০ রান করে) ওয়ানডে ক্রিকেটে দেখেন আমরা ভালো ক্রিকেটই খেলছি। অনেক ম্যাচে ৩০০ রানও করেছি।'
বিশ্বকাপে কলম্বোতে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
২৪ মিনিট আগে
ব্যাট হাতে ঝলকের পর বল হাতে ৫ উইকেট নিয়ে জিতিয়েছেন দলকে জিতিয়েছেন অধিনায়ক মিরাজ। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে এই টুর্নামেন্টকে প্রস্তুতির দারুণ মঞ্চ ভাবছেন এই টাইগার অলরাউন্ডার।
মিরাজ বলেন, 'অবশ্যই এটি আমাদের জন্য একটি ভালো সুযোগ। যেহেতু ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ আছে। যেহেতু সবাই অনেকদিন ধরে ওয়ানডের মধ্যে নেই, টি-টোয়েন্টি খেলা হয়েছে। তাই আমার মনে হয়, বিসিএলের মাধ্যমে ওয়ানডে সিরিজের আগে খুব ভালো একটা প্রস্তুতি হবে।'
ভারতের সিরিজের প্রস্তুতির মঞ্চ হলেও প্রথম দিন মিরাজ ও ইয়াসির আলী রাব্বি ছাড়া জাতীয় দলের বাকি ক্রিকেটারদের মধ্যে কেউই খুব বেশি সুবিধা করতে পারেননি। টুর্নামেন্টের বাকি অংশ দেখেই নির্বাচকরা ঘোষণা করবে ভারত সিরিজের দল।