promotional_ad

২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলার কথা ভাবছেন না হেলস

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

সাকিবের সঙ্গে নতুন করে পিএসএলে যোগ দিলেন যারা

১৬ মে ২৫
অ্যালেক্স হেলস (বামে), টাইমাল মিলস (মাঝে) ও সাকিব আল হাসান (ডানে)

কদিন আগেও ইংল্যান্ড জাতীয় দলের আশেপাশে ছিলেন না অ্যালেক্স হেলস। তবে হুট করেই ইংলিশদের টি-টোয়েন্টি দলে ফেরেন ডানহাতি এই ওপেনার। ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের পেছনে দারুণ ভূমিকাও রেখেছেন তিনি। ২০ ওভারের ক্রিকেটে ভালো করলেও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলার কথা ভাবছেন না হেলস। 


গভীর রাতে পানশালায় মারামারি দিয়ে শৃঙ্খলা ভঙের শুরু। এরপর ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের আগে নিজেকে বিপাকে ফেলেন ড্রাগ পরীক্ষায় ধরা পড়ে। ফলে ইংল্যান্ড বিশ্বকাপ জিতলেও স্কোয়াডে থাকা হয়নি হেলসের। এরপর প্রায় সাড়ে ৩ বছর জাতীয় দলের আশেপাশে ছিলেন না তিনি। 


promotional_ad

জনি বেয়ারস্টোর ইনজুরিতে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে ফিরে দুর্দান্ত পারফর্ম করছেন হেলস। টি-টোয়েন্টি বিশ্বকাপে দুটি হাফ সেঞ্চুরি করেছেন। যা দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জাতীয় দলের বাইরে থাকাকালীন বিশ্ব জুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মাতিয়েছেন হেলস। 


আরো পড়ুন

তিন সেঞ্চুরিতে ইংল্যান্ডের রানের পাহাড়, রুটের ১৩ হাজার

২ ঘন্টা আগে
মাঠ ছাড়ার আগে হ্যারি ব্রুক ও অলি পোপ, ইসিবি

যেখানে বিগ ব্যাশের সঙ্গে পাকিস্তান সুপার লিগ (পিএসএল), বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মতো টুর্নামেন্ট মাতিয়েছেন তিনি। নিজেকে পুরোপুরি টি-টোয়েন্টি ক্রিকেটারে পরিণত করেছেন ডানহাতি এই ওপেনার। যে কারণে এমন পারফরম্যান্সের পরও ২০২৩ বিশ্বকাপে খেলার কথা ভাবছেন না তিনি।


এ প্রসঙ্গে হেলস বলেন, ‘আমি জানি না। কিন্তু আমি মনে করি সামনের দিকে এগিয়ে যেতে চাই এবং ইংল্যান্ড ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের হয়ে টি-টোয়েন্টি খেলায় মনোযোগ দেবো। আমি ওয়ানডে নিয়ে খুব বেশি চিন্তা করিনি।’


তিনি আরও বলেন, ‘উপমহাদেশের উইকেটগুলো প্রায়শই স্পিনের আধিপত্য বিস্তার করে না এবং আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনি আপার পদ্ধতিগুলোর সঙ্গে মানিয়ে নিয়েছেন। আমি মনে করি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটার হিসেবে এটা গুরুত্বপূর্ণ বিষয়।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball