ইয়াসির-এবাদতে হেসেখেলে জিতল ইষ্ট জোন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভেন্যু সংকটে পিছিয়ে যাচ্ছে বিসিএল, শুরু ১৫ জুন
১২ এপ্রিল ২৫
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ১০ম আসরের শুরুটা জয় দিয়ে করেছে ইসলামি ব্যাংক ইষ্ট জোন। বিসিবি সেন্ট্রাল জোনকে ১১৪ রানে হারিয়েছে মুশফিকুর রহিমের দল। সর্বোচ্চ ৮০ রান করে ম্যাচ সেরা হয়েছেন ইয়াসির আলি চৌধুরী রাব্বি।
এদিন বিকেএসপির ৩ নম্বর মাঠে প্রথমে ব্যাট করতে নেমে ১০ ওভারের মাঝে ৩ ব্যাটারকে হারিয়ে বসে ইষ্ট জোন। ১ রান করে রবিউল হকের বল বোল্ড হন মাহমুদুল হাসান জয়। ৪ রানে ইমরুল কায়েসকে বিদায় করেন সুমন খান।
২৯ বলে ১৮ রান করে রবিউলের বলে মিঠুনের তালুবন্দি হন তামিম ইকবাল। ৩ ব্যাটারকে হারালেও আফিফ হোসেনকে সঙ্গ নিয়ে হাল ধরেন মুশফিক। তাদের ব্যাটে দলীয় ১০০তে পৌছায় ইষ্ট জোন। তবে ২৮ বলে ২৭ রান করে নাহিদুলের বলে বোল্ড হন আফিফ।

সঙ্গী হারালেও একপ্রান্তে রান তুলতে থাকেন মুশফিক। তাকে সঙ্গ দেন ইয়াসির আলি। তবে দলীয় ১৩১ রানে তাইজুল ইসলামকে ফিরতি ক্যাচ দিয়ে ৪৪ রানে বিদায় নেন দলপতি। খানিক পর শেখ মাহেদি হাসানও ফেরেন ২০ রানে।
৬ উইকেট হারালেও লোয়ার অর্ডার ব্যাটারদের নিয়ে ইয়াসির স্কোরবোর্ডে রান যোগ করতে থাকেন। দলকে ২০০'র ওপর নিয়ে যাওয়ার সঙ্গে ২৫০'র স্বপ্ন দেখান এই ব্যাটার। সঙ্গে নিজেও স্বপ্ন দেখতে থাকেন সেঞ্চুরির। তবে ৪৭তম ওভারে ৭৩ বলে ৮০ রানে তিনি আউট হলে ৪৯.১ ওভারে ২৫৪ রানে অল আউট হয় ইষ্ট জোন। ৩৯ রানে ৪ উইকেট নেন তাইজুল।
২৫৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আব্দুল মজিদ ও সৌম্য সরকারের ব্যাটে ভালো শুরু পায় সেন্ট্রাল জোন। তবে ১০তম ওভারে রেজাউর রহমান রাজার বলে সাজঘরে ফেরেন সৌম্য। ১৯ রানে তিনি ফিরলেও মজিদ ও নাজমুল হোসেন শান্ত মিলে দলকে ৫০'র ঘরে নিয়ে যান।
দলীয় ৬৩ রানে মজিদ বিদায় নিলে বিপদ শুরু হয় সেন্ট্রাল জোনের। মুমিনুল হক ০ ও মোহাম্মদ মিঠুন ২ রানে বিদায় নিলে বিপদে পড়ে দলটি। এরপর দলীয় ১০০'র আগে ফেরেন মোসাদ্দেকও। একপ্রান্তে লড়াই চালিয়ে যাওয়া শান্ত ৩৮ রান বিদায় নেন দলীয় ১১৪ রানে।
৬ উইকেট হারানো দলটি শেষ পর্যন্ত আর বেশিক্ষণ লড়াই করতে পারেনি। ১২৭ রানে গুটিয়ে যাওয়ার দিনে ইষ্ট জোন ম্যাচ হারে ১১৪ রানে। ৪৬ রান দিয়ে ৪ উইকেট নেন এবাদত, রাজা ও মাহেদি শিকার করেন ৩টি করে উইকেট।