৬ বছর পর এনসিএলের প্রথম স্তরে ঢাকা মেট্রো

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
মেট্রোকে হারিয়ে এনসিএল টি-টোয়েন্টির চ্যাম্পিয়ন রংপুর
২৪ ডিসেম্বর ২৪
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৫তম আসরে প্রথম স্তরে খেলবে ঢাকা মেট্রো। এনসিএলের দ্বিতীয় স্তরে শীর্ষে থেকেই অবশ্য শেষ রাউন্ডের ম্যাচ খেলতে নামে মেট্রো। শেষ ম্যাচে বরিশাল বিভাগের বিপক্ষে জিতে পয়েন্ট আরও বাড়ায় তারা।
পুরো ছয় বছর পর এনসিএলের প্রথম স্তরে খেলবে মেট্রো। এনসিএলে ২০১৫-১৬ মৌসুম থেকেই দুটি স্তরে ভাগ হয়ে খেলার নিয়মটি শুরু হয়। তারপর প্রথম দুই মৌসুমে অবশ্য প্রথম স্তরেই খেলে মেট্রো।

তারপর দ্বিতীয় স্তরে নেমে যায় তারা। এবার ছয় ম্যাচে ৪ জয়ে ৩৪ পয়েন্ট নিয়ে প্রথম স্তরে চলে গেছে মেট্রো। অপরদিকে প্রথম স্তর থেকে দ্বিতীয় স্তরে নেমে গেছে চট্টগ্রাম বিভাগ। ছয় ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে তারা।
বিপিএলে দল না পাওয়ায় 'আক্ষেপ' আছে মোসাদ্দেকের
২২ ডিসেম্বর ২৪
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এ দিন বরিশালকে ৭ উইকেটে হারায় মেট্রো। ম্যাচ জিততে শেষ দিনে ৩৬ রান দরকার ছিল সাদমানের ইসলামের দলের। এই রান ১০.২ ওভারে করে ফেলে তারা।
ম্যাচটির প্রথম ইনিংসে ২১১ রানে অলআউট হয় বরিশাল। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২২২ রান তোলে মেট্রো। দ্বিতীয় ইনিংসে বরিশালকে ২০০ রানে গুটিয়ে দেয় তারা।
আগের লিড ছিল ১১ রানের। ম্যাচের তৃতীয় দিনে তিন উইকেটে ১৫৪ রান করে অবশ্য আগেই জয়ের আভাস ছড়ায় মেট্রো। চতুর্থ দিন শামসুর রহমান ৩৭ ও আইচ মোল্লা ২৬ রানে থেকে দলের জয় নিশ্চিত করেন।