৬ বছর পর এনসিএলের প্রথম স্তরে ঢাকা মেট্রো

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

মেট্রোকে হারিয়ে এনসিএল টি-টোয়েন্টির চ্যাম্পিয়ন রংপুর

২৪ ডিসেম্বর ২৪
উদযাপনে ব্যস্ত রংপুর দল, ক্রিকফ্রেঞ্জি

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৫তম আসরে প্রথম স্তরে খেলবে ঢাকা মেট্রো। এনসিএলের দ্বিতীয় স্তরে শীর্ষে থেকেই অবশ্য শেষ রাউন্ডের ম্যাচ খেলতে নামে মেট্রো। শেষ ম্যাচে বরিশাল বিভাগের বিপক্ষে জিতে পয়েন্ট আরও বাড়ায় তারা।


পুরো ছয় বছর পর এনসিএলের প্রথম স্তরে খেলবে মেট্রো। এনসিএলে ২০১৫-১৬ মৌসুম থেকেই দুটি স্তরে ভাগ হয়ে খেলার নিয়মটি শুরু হয়। তারপর প্রথম দুই মৌসুমে অবশ্য প্রথম স্তরেই খেলে মেট্রো।


promotional_ad

তারপর দ্বিতীয় স্তরে নেমে যায় তারা। এবার ছয় ম্যাচে ৪ জয়ে ৩৪ পয়েন্ট নিয়ে প্রথম স্তরে চলে গেছে মেট্রো। অপরদিকে প্রথম স্তর থেকে দ্বিতীয় স্তরে নেমে গেছে চট্টগ্রাম বিভাগ। ছয় ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে তারা।


আরো পড়ুন

বিপিএলে দল না পাওয়ায় 'আক্ষেপ' আছে মোসাদ্দেকের

২২ ডিসেম্বর ২৪
উদযাপনে ব্যস্ত মোসাদ্দেক হোসেন, ক্রিকফ্রেঞ্জি

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এ দিন বরিশালকে ৭ উইকেটে হারায় মেট্রো। ম্যাচ জিততে শেষ দিনে ৩৬ রান দরকার ছিল সাদমানের ইসলামের দলের। এই রান ১০.২ ওভারে করে ফেলে তারা।


ম্যাচটির প্রথম ইনিংসে ২১১ রানে অলআউট হয় বরিশাল। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২২২ রান তোলে মেট্রো। দ্বিতীয় ইনিংসে বরিশালকে ২০০ রানে গুটিয়ে দেয় তারা।


আগের লিড ছিল ১১ রানের। ম্যাচের তৃতীয় দিনে তিন উইকেটে ১৫৪ রান করে অবশ্য আগেই জয়ের আভাস ছড়ায় মেট্রো। চতুর্থ দিন শামসুর রহমান ৩৭ ও আইচ মোল্লা ২৬ রানে থেকে দলের জয় নিশ্চিত করেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball