বিশ্বকাপ থেকে ক্যারিবিয়ানদের বিদায়ের তদন্ত করবেন লারা-আর্থার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য’, মুল্ডারকে লারা
১১ জুলাই ২৫
অনেকটা অপ্রত্যাশিতভাবেই সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্ব থেকে বাদ পড়ে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। দলের এমন ব্যর্থতা খতিয়ে দেখতে কমিটি গঠন করবে বলে জানিয়েছিল ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)।
এবার সেই কমিটি গঠন করল সিডব্লিউআই। তিন সদস্যের এই কমিটিতে আছেন দেশটির কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা এবং মিকি আর্থার। তাদের কমিটির প্রধান হিসেবে থাকছেন
ইস্টার্ন ক্যারিবিয়ান সুপ্রিম কোর্টের বিচারপতি প্যাট্রিক থমসন।

বর্তমানে সানরাইজার্স হায়দরাবাদ এবং ডার্বিশায়ারের কোচিং প্যানেলে কাজ করছেন লারা ও আর্থার। তাদের দুজনের মধ্যকার রসায়নে আশা রাখছে সিডব্লিউআই। আগামী কিছুদিনের মধ্যেই তদন্তের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে এই তদন্ত কমিটিকে।
এত দ্রুত সবকিছু ঘটবে, তা ভাবিনি: স্টার্ক
১১ ঘন্টা আগে
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে নিশ্চিতভাবেই ফেভারিট ছিল ২০১২ সালে প্রথম টি-টোয়েন্টি শিরোপা জেতা ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু স্কটল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেই অঘটনের শিকার হয় তারা।
তারপর জিম্বাবুয়ের বিপক্ষে জিতলেও শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে হেরে স্বপ্ন ধূলিসাৎ হয় তাদের। দলের ব্যর্থতার পর দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন হেড কোচ ফিল সিমন্স। অস্ট্রেলিয়ায় দুই ম্যাচের টেস্ট সিরিজের পর দায়িত্ব ছাড়বেন সিমন্স।
কোচ হিসেবে প্রথম মেয়াদে ওয়েস্ট ইন্ডিজকে বিশ্ব চ্যাম্পিয়ন (২০১৬) বানালেও দ্বিতীয় মেয়াদে তেমন কিছুই করতে পারেননি তিনি। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ব্যর্থ হলেন এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও।