অবসর ভেঙে ওয়ানডেতে স্টোকসের ফেরার আশায় ইংল্যান্ড

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ক্রলি-ডাকেটের জুটিতেই জিতেছে ইংল্যান্ড, বলছেন স্টোকস

২৫ জুন ২৫
বেন স্টোকস, ফাইল ফটো

২০২৩ সালে ভারতের মাটিতে মাঠে গড়াবে ওয়ানডে বিশ্বকাপ। তবে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের জার্সিতে শিরোপার লড়াইয়ে দেখা যাবে না বেন স্টোকসকে। মূলত টেস্ট এবং টি-টোয়েন্টিতে মনোযোগ দিতে ৫০ ওভারের ক্রিকেট ছেড়েছেন তিনি। তবে ভারত বিশ্বকাপে স্টোকসকে পেতে চায় ইংল্যান্ড। অবসর ভেঙে আবারও ওয়ানডে ক্রিকেটে ফিরবেন তিনি, এমন আশায় বুক বাঁধছেন ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটের প্রধান কোচ ম্যাথু মট।


২০১৯ সালে ঘরের মাঠে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের ট্রফি জিতে ইংল্যান্ড। রোমাঞ্চকর ফাইনালে ম্যাচজয়ী ইনিংস খেলেছিলেন স্টোকস। কদিন আগে শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও ফাইনালে দারুণ ব্যাটিং করে ইংলিশদের ট্রফি এনে দিয়েছেন স্টোকস। 


promotional_ad

এমন পারফরম্যান্সের পর স্টোকসকে ওয়ানডে ক্রিকেটে ফিরে পরের বিশ্বকাপ খেলার অনুরোধ জানিয়েছেন মাইকেল ভন। জাতির পক্ষ থেকে টুইটারে এমন অনুরোধ করেছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার। এবার স্টোকসের ফেরার আশায় রয়েছেন ইংল্যান্ডের প্রধান কোচ। 


আরো পড়ুন

আইপিএলে দিল্লির কোচিং স্টাফে ৪ বিশ্বকাপজয়ী কোচ ম্যাথু মট

২৬ ফেব্রুয়ারি ২৫
আইপিএলে দিল্লির কোচিং স্টাফে ৪ বিশ্বকাপজয়ী কোচ ম্যাথু মট, ফাইল ফটো

এ প্রসঙ্গে ম্যাথু মট বলেন, ‘সে যখন তার ওয়ানডে অবসর নিয়ে আমাকে বলল, আমার প্রথম কথা ছিল, সে যে সিদ্ধান্তই নিক আমি সমর্থন দেব। তবে আমি তাকে বলেছিলাম, অবসর নেওয়ার প্রয়োজন নেই- কিছু দিনের জন্য সে ৫০ ওভারের ক্রিকেট থেকে বিরত থাকতে পারে। এটাও বলেছিলাম, ‘তুমি সবসময়ই অবসর থেকে ফিরতে পার।’


পরের বছর ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ হওয়ায় ২০২৩ সালে খুব বেশি টি-টোয়েন্টি খেলবে না ইংল্যান্ড। যে কারণে খুব বেশি ২০ ওভারের ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন না স্টোকস। যে কারণে স্টোকস নিজের সিদ্ধান্ত পরিবর্তনের জন্য ভালো মঞ্চ পাচ্ছেন। তবে সিদ্ধান্তটা তার উপরই ছেড়ে দিতে চান মট।


ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটের প্রধান কোচ বলেন, ‘এটা তার সিদ্ধান্ত। সামনে বিশ্বকাপের বছর হতে চলছে এবং আমরা বেশ কিছু দিনের জন্য খুব বেশি টি-টোয়েন্টি ক্রিকেট খেলব না। তবে (ফেরার) সিদ্ধান্ত তার ওপর নির্ভর করছে। তাকে যত বেশি পাওয়া যাবে, আমাদের জন্য ততই দারুণ হবে। টেস্ট নেতৃত্বে সে দারুণ কাজ করছে। তবে সাদা বলের ক্রিকেটেও সে খুবই গুরুত্বপূর্ণ।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball