খুলনা টাইগার্সে খেলবেন তামিম

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিপিএলকে বদলে দিতে তামিম-মুশফিকদের পরামর্শ নিলো বিসিবি
১৪ জুলাই ২৫
আগামী জানুয়ারিতে পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের। যেখানে খুলনা টাইগার্সের হয়ে খেলবেন তামিম ইকবাল। নিজেদের অফিশিয়াল ফেসবুক পেইজ থেকে এ তথ্য নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
গত কয়েক মাস আগেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে সড়ে দাঁড়িয়েছেন তামিম। তবে সব ধরনের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাচ্ছেন তিনি। বিপিএলে এবারই প্রথম খুলনার হয়ে খেলবেন। এর আগে সর্বশেষ বিপিএলে মিনিস্টার ঢাকার হয়ে খেলেছিলেন এই ওপেনার।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি না খেলায় গত কয়েক মাস ধরে জাতীয় দলের হয়ে তার কোনো ম্যাচ ছিল না। তবে এই বিশ্রামের সময়ে নিজের ফিটনেস ধরে রাখতে ঠিকই পরিশ্রম করেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।
আইপিএল-পিএসএলের সময় হতে পারে বিপিএল, বাড়তে পারে ভেন্যু
১০ জুলাই ২৫
ব্যাক্তিগত উদ্যোগে দেশের বাইরে গিয়ে ফিটনেস অনুশীলন করছেন তিনি। নিজের ফিটনেস ধরে রাখতে বিশেষ এই অনুশীলন তার ফিটনেস ধরে রাখতে সাহায্য করেছে।
এদিকে বিপিএলের এবারের আসরে সিলেটকে স্ট্রাইকার্সকে নেতৃত্ব দেবেন মাশরাফি বিন মুর্তজা। এবারই প্রথম সিলেটের হয়ে খেলবেন তিনি। এর আগে রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং ঢাকা গ্লাডিয়েটর্সের হয়ে শিরোপা জিতেছেন মাশরাফি।
বিদেশি ক্রিকেটার হিসেবে সিলেটের হয়ে খেলবেন পাকিস্তানের মোহাম্মদ আমির, শ্রীলঙ্কার থিসারা পেরেরা, কামিন্দু মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা। এ ছাড়া দলটির হয়ে খেলতে দেখা যাবে নেদারল্যান্ডসের কলিন অ্যাকারম্যানকে।