২৭ নভেম্বর বিসিএলের দিবা-রাত্রির ফাইনাল

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভেন্যু সংকটে পিছিয়ে যাচ্ছে বিসিএল, শুরু ১৫ জুন
১২ এপ্রিল ২৫
আগামী ২০ নভেম্বর (রবিবার) থেকে শুরু হবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে ফরম্যাটের খেলা। জাতীয় ক্রিকেট লিগ শেষ হতেই এই আসরটি শুরু হতে যাচ্ছে।
বিসিএলের এবারের আসরে অংশ নেবে মধ্যাঞ্চল, ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল, বিসিবি উত্তরাঞ্চল ও বিসিবি দক্ষিণাঞ্চল। এবারের আসরের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

ফাইনালের তারিখ ধার্য করা হয়েছে আগামী ২৭ নভেম্বর। ম্যাচটি হবে দিবা-রাত্রির। এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসরের প্রথম পর্বের খেলা অনুষ্ঠিত হবে সাভারের বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠে, সিঙ্গেল লিগ পদ্ধতিতে।
ম্যাচগুলোর তারিখ নির্ধারণ করা হয়েছে ২০, ২২ ও ২৪ নভেম্বর। ম্যাচগুলো শুরু হবে সকাল ৯টায়। যথারীতি পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলবে ফাইনাল। ফাইনাল ম্যাচটি শুরু হবে বেলা সাড়ে ১২টা থেকে।
টি-টেন লিগে খেলা থাকার কারণে বিসিএলের ওয়ানডে ফরম্যাটে খেলবেন না সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, মৃত্যুঞ্জয় চৌধুরী ও মুস্তাফিজুর রহমানরা। আগামী ২৩ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত হবে টি-টেন লিগের আসন্ন আসরের খেলা।