বিশ্বকাপ ফাইনালের আগে পিএসএলে দল পাল্টালেন বাবর

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
৪২ ম্যাচে ১৭ জয়, তবুও বেতন বাড়ছে বাবর-রিজওয়ানদের
১০ জুলাই ২৫
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরে করাচি কিংস ছাড়ছেন বাবর আজম! কদিন ধরেই এমন গুঞ্জন ভেসে বেড়াচ্ছিল পাকিস্তানের সংবাদমাধ্যমগুলোতে। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। করাচির সঙ্গে নিজের সম্পর্কের ইতি টেনেছেন তিনি।
পিএসএলের এবারের আসরে পেশোয়ার জালমির খেলতে দেখা যাবে বাবরকে। পাকিস্তানের অধিনায়ককে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে পেশোয়ার ফ্র্যাঞ্চাইজি। টুইটারে তারা জানায়, ‘হলুদ ঝড়ে স্বাগতম বাবর আজম।’

পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টে এখন পর্যন্ত দুটি দলের হয়ে খেলেছেন বাবর। করাচির হয়ে ক্যারিয়ারের বেশিরভাগ ম্যাচ খেললেও এর আগে ইসলামাবাদ ইউনাইটেডে ছিলেন তিনি। যেখানে মাত্র দুটি ম্যাচ খেলেছিলেন ডানহাতি এই ব্যাটার।
পেশোয়ারকে হারিয়ে প্লে-অফে সাকিবের লাহোর
১৯ মে ২৫
দুই ম্যাচে বাবরের ব্যাট থেকে এসেছিল মাত্র ১৫ রান। এরপর অর্থাৎ ২০১৭ সালে করাচিতে যোগ দেন পাকিস্তানের অধিনায়ক। পরের সবগুলো মৌসুমই খেলেছেন করাচির হয়ে। তাদের জার্সিতে ৬০ ম্যাচ খেলা বাবর রান করেছেন ২ হাজার ২৮৩।
২০২০ মৌসুমে করাচির হয়ে শিরোপা জেতেন বাবর। ফাইনালে ৬৩ বলে অপরাজিত ৪৯ রানের ইনিংস খেলেছিলেন তিনি। সেবার ফাইনালে ম্যাচ সেরার পুরস্কার জেতার সঙ্গে টুর্নামেন্টের সেরা ক্রিকেটারও হয়েছিলেন ডানহাতি এই ব্যাটার। তবে করাচির সঙ্গে ৫ বছরের সম্পর্কের ইতি টেনেছেন বাবর। আগামী মৌসুম থেকে পেশোয়ারের হয়ে খেলবেন তিনি।
King Bobby @babarazam258 Welcome to the #YellowStorm #BabarYellowStorm #Zalmi #HBLPSL pic.twitter.com/NF85NnQtDv
— Peshawar Zalmi (@PeshawarZalmi) November 11, 2022