promotional_ad

ভারতকে ১০ উইকেটে হারিয়ে ফাইনালে ইংল্যান্ড

 সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


একপেশে সেমিফাইনাল। ভারত-ইংল্যান্ড লড়াইয়ে রোহিত শর্মা-বিরাট কোহলিদের পাত্তাই দিল না জস বাটলারের দল। ১০ উইকেটে জিতে একতর্ফা ম্যাচে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের টিকিট কাটল ইংলিশরা। প্রায় ৪১ হাজার দর্শকের সামনে রাজকীয় ইনিংস খেলে ভারতকে মাটিতে নামিয়ে আনলেন জস বাটলার ও অ্যালেক্স হেলস।


ফাইনালে জেতে ইংল্যান্ডকে ১৬৯ রানের লক্ষ্য ছুড়ে দেয় ভারত। জবাবে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লে'তে ভারতের বোলারদের নাকানি-চুবানি খাওয়ান বাটলার-হেলস জুটি। প্রথম ৬ ওভারে এই জুটি স্কোবোর্ডে যোগ করে ৬৩ রান। 


একপ্রান্তে ইংলিশ দলপতিকে দর্শক বানিয়ে দ্রুত রান তুলতে থাকেন হেলস। জনি বেয়ারস্টোর চোটে বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া এই ব্যাটার হাফ সেঞ্চুরি পুরন করেন ২৮ বলে। ফলে ১০.১ ওভারে দলীয় ১০০'র ঘরে পৌঁছে যায় ইংলিশরা।


promotional_ad

হেলসের ঝড় সামাল দিতে দিতে ঝড় তোলেন বাটলারও। হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ শামী, অর্শদীপ সিংদের বিপক্ষে চড়াও হয়ে খেলে ১৪ ওভারের আগে দলীয় দেড়শো পুরন করে ইংল্যান্ড। ৩৬ বলে হাফ সেঞ্চুরি পুরন করেন বাটলার।


এসবের মাঝে সুর্যকুমার বাটলারের ক্যাচ ফেললে ভারতের পরাজয় হয়ে দাঁড়ায় শুধু সময়ের ব্যাপার। এরপর এই জুটি মিলে হেসে-খেলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। ১৬তম ওভারের শেষ বলে শামিকে ছক্কা মেরে ইংলিশদের জয় নিশ্চিত করেন বাটলার। হেলস ৮৬ ও বাটলার অপরাজিত থাকেন ৮০ রানে। 


এর আগে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান জস বাটলার। প্রতিপক্ষ দলপতির আমন্ত্রনে ব্যাটিংয়ে নেমে শুরুতেই লোকেশ রাহুলকে হারিয়ে বসে ভারত। ৫ রানে তিনি বিদায় নিলে হাল ধরেন কোহলি ও রোহিত। তবে ধীরগতির ব্যাটিংয়ে দলকে বেশি এগিয়ে নিতে পারেননি রোহিত।


ক্রিস জর্ডানকে উড়িয়ে মারতে গিয়ে ২৮ বলে ২৭ রানে ফেরেন রোহিত। খানিক পর সুর্যকেও বিদায় করেন আদিল রশিদ। ৩ উইকেট হারালেও হার্দিককে সঙ্গে নিয়ে দলকে ১০০'র ওপর নিয়ে যান কোহলি। তবে ১৮ তম ওভারে হাফ সেঞ্চুরি পুরন করে ৪০ বলে ৫০ রান করে তিনি ফেরেন জর্ডানের দ্বিতীয় শিকার হয়ে।


কোহলি বিদায় নিলেও শেষের দুই ওভারে ঝড় তোলেন হার্দিক। পান্ত ৬ রানে রান আউট হলেও ব্যক্তিগত ৫০ রান পুরনের সঙ্গে দলকে ১৬০'র ঘরে নিয়ে যান এই অলরাউন্ডার। শেষ বলে হিট আউট হলেও ভারকে ৬ উইকেটে ১৬৮ রান সংগ্রহ করতে সাহায্য করেন তিনি।


৫ ছক্কা ও ৪ চারে ৩৩ বলে হার্দিক করেন ৬৩ রান। ইংল্যান্ডের পক্ষে জর্ডান ৪৩ রান খরচ করে নেন ৩ উইকেট। একটি করে উইকেট নেন ওকস ও রশিদ। ১৬৯ রানের লক্ষ্য পায় ইংল্যান্ড। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball