অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে পন্টিংয়ের পছন্দ ম্যাক্সওয়েল

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

এত দ্রুত সবকিছু ঘটবে, তা ভাবিনি: স্টার্ক

১৫ জুলাই ২৫
১৫ বলে ৫ উইকেট নেয়ার পর মিচেল স্টার্ক, ফাইল ফটো

ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপে নাজেহাল হয়েছে অস্ট্রেলিয়া। গ্রুপ পর্ব থেকেই বাদ পড়তে হয়েছে তাদের। অজি দলের এমন ব্যর্থতায় অধিনায়ক অ্যারন ফিঞ্চকে নেতৃত্ব ছেড়ে দেয়ার পরামর্শ দিয়েছেন অনেকে।


অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংও ফিঞ্চকে সরিয়ে দেয়ার পক্ষে মত দিয়েছেন। নতুন অধিনায়ক হিসেবে গ্লেন ম্যাক্সওয়েলকে পছন্দ তার। সাম্প্রতিক ফর্ম ও অভিজ্ঞতার বিবেচনায় অস্ট্রেলিয়ার নেতৃত্ব দেয়ার যোগ্য ম্যাক্সওয়েল, এমনটাই মনে করেন তিনি।


promotional_ad

পন্টিং বলেন, 'সে আইপিএল এবং বিবিএলে নিজেকে প্রমাণ করেছে। আমার মনে হয় তাকে বেছে নেয়া যুক্তিসঙ্গত হবে। আমার মনে হয় না প্যাট কামিন্স নেতৃত্ব নিতে চায়। সে ওয়ানডের অধিনায়কত্ব নেয়ায় খুবই অবাক হয়েছি। ওয়ার্কলোড ও অন্যান্য কারণে সে কতগুলো ম্যাচ মিস করতে পারে ভাবুন। তাই সম্ভবত ম্যাক্সির দিকে তাকানো উচিত।'


আরো পড়ুন

ফিঞ্চের কাছে রিশাদকে প্রশংসায় ভাসিয়েছেন পন্টিং

২১ জুন ২৫
ফাইল ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে অস্ট্রেলিয়ার অন্যতম সেরা পারফর্মার ম্যাক্সওয়েল। দলটির সর্বোচ্চ রান সংগ্রাহকদের মধ্যে দুই নম্বরে আছেন তিনি। ১২৬ রান নিয়ে সবার উপরে রয়েছেন মার্কাস স্টইনিস। আর ১১৮ রান নিয়ে দুই নম্বরে ম্যাক্সওয়েল।


এমনকি বল হাতেও গুরুত্বপূর্ণ সময়ে উইকেট এনে দিয়েছেন তিনি। ম্যাক্সওয়েল ছাড়াও অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টির নেতৃত্ব পাওয়ার দৌড়ে ছিলেন আরেক ইনফর্ম ব্যাটার মিচেল মার্শ। যদিও মার্শের নেতৃত্ব পাওয়ার বিষয়টি উড়িয়ে দিয়েছেন পন্টিং।


তিনি বলেন, 'আমি দেখেছি গত সপ্তাহে মিচেল মার্শ তার নাম তুলে নিয়েছে। সে বলেছে সে খেলতে চায় এবং অধিনায়কত্ব নিয়ে ভাবতে চায় না। আমার মনে হয় অস্ট্রেলিয়ার বর্তমান দলটির মধ্যে সম্ভবত ম্যাক্সিই যোগ্য।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball