কোচ হলে সাকিবদের মনোবিদ দেখাতেন আকরাম

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘দুবাইয়ের বাইরে খেললেও ভারত চ্যাম্পিয়ন হতো’, একই মত গাভাস্কার-আকরামদের

১২ মার্চ ২৫
শিরোপা হাতে ভারতের উল্লাস, ফাইল ফটো

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ থেকে বাদ পড়েছে বাংলাদেশ। তাদের সামনে বড় সুযোগ ছিল সেমি-ফাইনালে খেলার। তবে পাকিস্তানের বিপক্ষে বাজে ব্যাটিংয়ে সেই স্বপ্ন ভঙ্গ হয়েছে। অথচ ব্যাটিংয়ের শুরুছিল দুর্দান্ত। মাঝপথে খেই হারানো বাংলাদেশের ব্যাটারদের যেন অভ্যাসে পরিণত হয়েছে। যে কারণে তাদের মনোবিজ্ঞানীর শরণাপন্ন হওয়া উচিত বলে মনে করেন ওয়াসিম আকরাম।


পাকিস্তানের বিপক্ষে জয় পেলেই সেমি-ফাইনালের টিকিট পেতো বাংলাদেশ। কিন্তু এই সমীকরণ মেলাতে পারেনি সাকিব আল হাসানের দল। পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেটে হেরে দেশের বিমান ধরেছে তারা। 


promotional_ad

বাঁচা-মরার ম্যাচে একাদশে তিন পরিবর্তন নিয়ে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২৭ রান তোলে বাংলাদেশ। ১১ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় বাবর আজমের দল।


আরো পড়ুন

বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি না: সালমান

৩ ঘন্টা আগে
লিটন দাস (বামে) ও সালমান আঘা (ডানে), ফাইল ফটো

ব্যাটিংয়ে ভালো শুরু পেয়েছিল বাংলাদেশ। কিন্তু মিডল অর্ডার ব্যাটাররা সুবিধা করতে পারেননি। যার ফলে ১৩০ রানেরও লক্ষ্য মাত্রা দিতে পারেনি তারা। তাছাড়া বাংলাদেশের বাজে ফিল্ডিংয়ও পার্থক্য গড়ে দিয়েছে ম্যাচে।


ওয়াসিম আকরাম বলেন, 'নিজেদের ঘাড়েই দোষ নিতে হবে বাংলাদেশকে। এটা করা তাদের উচিত। আমি যদি বাংলাদেশ দলের অধিনায়ক বা কোচ হতাম, তাহলে আমি এই ছেলেদের মনোবিজ্ঞানীর কাছে নিয়ে যেতাম।'


পাকিস্তানের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করেছিল বাংলাদেশ। যেখানে লিটন দাস এবং নাজমুল হোসেন শান্তর ব্যাটে ভালো শুরু পায় তারা। প্রথম দশ ওভারে এক উইকেট হারিয়ে ৭০ রান তুলেছিল তারা। এর পরের দশ ওভারে ৭ উইকেট হারিয়ে কেবল ৬৭ রান তুলেতে পেরেছে বাংলাদেশ।


ওয়াসিম আকরাম বলেম, 'তারা ২ উইকেটে ৭৩ রান করেছিল এবং আমি ভেবেছিলাম অন্তত ১৬০ রান করবে। কিন্তু তারপর শান্ত ইফতিখারের বলে একটি অদ্ভুত শট খেলে বোল্ড হয়ে গেলো। আপনি যদি সিঙ্গেলস নিয়ে খেলতেন তাহলে স্কোরটা ১৫৫ হতো।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball