নেদারল্যান্ডসের কাছে হেরে বিশ্বকাপ থেকে সাউথ আফ্রিকার বিদায়

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ব্রেভিস-হারমানদের কাঁধে চড়ে জয়ে শুরু সাউথ আফ্রিকার
১৪ জুলাই ২৫
নিজেদের শেষ ম্যাচে জিতলেই সেমিফাইনালে জায়গা করে নিতো সাউথ আফ্রিকা। এমন সমীকরণের ম্যাচে জয়ের খুব কাছেও ছিল টেম্বা বাভুমার দল। তবে হাতে ৬ উইকেট থাকা প্রোটিয়াদের শেষ ৩০ বলে প্রয়োজন ছিল ৪৮ রান। তবে সেই সমীকরণ মেলাতে পারেননি ডেভিড মিলাররা। তাতে সুপার টুয়েলভে ঐতিহাসিক জয় পায় নেদারল্যান্ডস। ডাচদের এমন জয়ে স্বপ্নভঙ হয় সাউথ আফ্রিকার, বিদায় নেয় বিশ্বকাপ থেকে।
অ্যাডিলেডে জয়ের জন্য ১৫৯ রান তাড়া করতে নেমে শুরুতেই চড়াও হন কুইন্টন ডি কক। তবে সাউথ আফ্রিকার উইকেটকিপার ব্যাটারকে ইনিংস বড় করতে দেননি ফ্রেড ক্লাসেন। বাঁহাতি এই পেসারের অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে স্কট এডওয়ার্ডসের গ্লাভসে ক্যাচ দিয়ে ফেরেন ১৩ রান করা ডি কক। পাওয়ার প্লের শেষ ওভারে বাভুমাকে হারায় সাউথ আফ্রিকা।

অফ ফর্মে থাকা প্রোটিয়া অধিনায়ককে ফেরান পল ভ্যান মিকেরিন। ডানহাতি এই পেসারের বলে ফ্লিক করতে গিয়ে বলের লাইন মিস করে বোল্ড হন বাভুমা। সাউথ আফ্রিকার অধিনায়ক এদিন আউট হয়েছেন ২০ বলে ২০ রান করে। দারুণ ব্যাটিং করা রাইলি রুশোকেও ইনিংস খুব বেশি বড় করতে দেননি ব্রেন্ডন গ্লোভার।
লেংথ ডেলিভারিতে উড়িয়ে মারতে গিয়ে ডিপ স্কয়ার লেগে ম্যাক্স ও’ডোডকে ক্যাচ দেন রুশো। বাঁহাতি এই ব্যাটার এদিন আউট হয়েছেন ২৫ রানে। দারুণ ব্যাটিং করতে থাকা এইডেন মার্করামও ইনিংস বড় করতে পারেননি। ক্লাসেনের বলে মাইবার্গকে ক্যাচ দিয়ে ১৭ রানে আউট হয়েছেন মার্করাম।
এরপর মিলার ১৭ এবং হেনরিখ ক্লাসেন ২১ রান করলেও সাউথ আফ্রিকার জন্য তা যথেষ্ট ছিল না। তাতে ১৩ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় সাউথ আফ্রিকাকে। নেদারল্যান্ডসের হয়ে গ্লোভার তিনটি এবং দুটি করে উইকেট নিয়েছেন বাস ডি লিড এবং ক্লাসেন।
এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৮ রানের পুঁজি পায় নেদারল্যান্ডস। ডাচদের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেছেন কলিন অ্যাকারম্যান। এ ছাড়া টম কুপার ৩৫, ও’ডোড ২৯ এবং মাইবার্গ করেছেন ৩৭ রান। প্রোটিয়াদের হয়ে কেশভ মহারাজ দুটি উইকেট পেয়েছেন।