এলপিএলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ভিভ রিচার্ডস

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এলপিএল থেকে বিলুপ্ত তাসকিন-হৃদয়দের সাবেক ফ্র্যাঞ্চাইজি
৩০ এপ্রিল ২৫
বিশ্ব ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি স্যার ভিভিয়ান রিচার্ডস। এবার তিনি লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছে।
নিঃসন্দেহে তার জনপ্রিয়তা কাজে লাগিয়ে লঙ্কা প্রিমিয়ার লিগ আরও বেশি ক্রিকেট প্রেমীদের কাছে পৌছে যেতে পারবে বলে আশাবাদী টুর্নামেন্টটির আয়োজকরা।

আগামী ৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে লঙ্কা প্রিমিয়ার লিগের তৃতীয় আসর। এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর।
নতুন ভূমিকায় এলপিএলে যোগ দিয়ে স্যার রিচার্ডস বলেন, 'আমি দারুণ আনন্দিত এলপিএলের তৃতীয় আসরে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হতে পেরে। একটি জিনিস বলতে চাই এই টুর্নামেন্ট অনেক প্রতিভা খুঁজে বের করেছে।'
এশিয়া কাপের সর্বশেষ আসরের শিরোপা জিতেছে শ্রীলঙ্কা। রিচার্ডস মনে করেন শ্রীলঙ্কার ক্রিকেটের এই উত্থানের পেছনে বড় অবদান রয়েছে এলপিএলের। এই টুর্নামেন্টটি নিজেদের মান ধরে রাখতে পারবে বলেও আশাবাদী সাবেক এই ক্যারিবীয় ব্যাটার।
তিনি বলেন, 'আমরা এই বছর এশিয়া কাপে শ্রীলঙ্কার ক্রিকেটের শক্তি দেখেছি এবং অবশ্যই এই সাফল্যে এলপিএলের ভূমিকা রয়েছে। আমি এই টুর্নামেন্টের শেষ দুটি আসর দেখেছি এবং টুর্নামেন্টটির মান দুর্দান্ত ছিল। আশা করছি তারা এটি ধরে রাখতে পারবে।'