নিউজিল্যান্ডে অধিনায়ক হার্দিক, নেই কোহলি-রোহিত

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

২০২৭ বিশ্বকাপে রোহিত-কোহলির জায়গা পাওয়া কঠিন হবে, মনে করেন গাঙ্গুলি

২২ জুন ২৫
ফাইল ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পর তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ডে যাবে ভারত। যেখানে রাখা হয়নি বিশ্বকাপ দলে থাকা বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার। মূলত ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা মাথায় রেখে নিউজিল্যান্ড সফরের দলে রাখা হয়নি বিরাট কোহলি ও রোহিত শর্মার মতো ক্রিকেটারদের। 


দল ঘোষণার সময় বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক চেতন শর্মা। কোহলি-রোহিতের পাশাপাশি নিউজিল্যান্ডের সফরে রাখা হয়নি লোকেশ রাহুল, দীনেশ কার্তিক, মোহাম্মদ শামি, রবিচন্দ্রন অশ্বিন এবং অক্ষর প্যাটেলকে। নিয়মিত অধিনায়ক রোহিত না থাকায় নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। 


promotional_ad

অভিজ্ঞ এই অলরাউন্ডারের সহকারী হিসেবে থাকবেন ঋষভ পান্ত। এদিকে ওয়ানডে দলের নেতৃত্বে দেখা যাবে শিখর ধাওয়ানকে। ইরানি কাপে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে প্রথমবারের মতো ভারতের ওয়ানডে দলে ডাক পেয়েছেন কুলদীপ সেন। 


আরো পড়ুন

৪ দিন পরপর দাড়িতে রঙ করতে হয়, এটাই অবসরের সময়: কোহলি

৯ জুলাই ২৫
রবীন্দ্র জাদেজার সঙ্গে আলাপচারিতায় কোহলি, ফাইল ফটো

সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) বল হাতে দারুণ পারফর্ম করেছিলেন ডানহাতি এই পেসার। রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল খেলা তরুণ এই পেসার অপেক্ষায় জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর।  এদিকে ঘরোয়া ক্রিকেটে ভালো করলেও নিউজিল্যান্ডে ডাক পড়েনি পৃথ্বী শর। 


এমনকি বাংলাদেশ সফরেও ডাক পাননি তরুণ এই ব্যাটার। নিউজিল্যান্ডের বিপক্ষে না খেললেও বাংলাদেশে টেস্ট এবং ওয়ানডে সিরিজ খেলতে আসবেন কোহলি, রোহিত, লোকেশ রাহুল এবং শামির মতো ক্রিকেটাররা। যেখানে তিনটি ওয়ানডে এবং দুটি টেস্ট খেলবে ভারত ও বাংলাদেশ। 


ভারতের টি-টোয়েন্টি দল: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ঋষভ পান্ত, ইশান কিশান, শুভমান গিল, দীপক হুডা, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, সাঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, যুবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, হার্শাল প্যাটেল, মোহাম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমার, আর্শদীপ সিং এবং উমরান মালিক।


ভারতের ওয়ানডে দল: শিখর ধাওয়ান (অধিনায়ক), ঋষভ পান্ত, শুভমান গিল, দীপক হুডা, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, সাঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, শাহবাজ আহমেদ, যুবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, দীপক চাহার, ‍কুলদীপ সেন এবং উমরান মালিক।
 


আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball