বিশ্বকাপ শেষ জাজাইয়ের, বদলি নাইব

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি
১১ জুলাই ২৫
ইনজুরির কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর থেকে ছিটকে গেছেন আফগানিস্তানের ওপেনার হজরতউল্লাহ জাজাই। তার বিকল্প হিসেবে গুলবাদিন নাইবের নাম প্রস্তাব করেছিল আফগ???নিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
অবশেষে বদলি হিসেবে নাইবকে দলে নেয়ার অনুমতি পেয়েছে মোহাম্মদ নবির দল। নাইব এখন অস্ট্রেলিয়াতেই আছেন। তিনি আফগানিস্তান দলে রিজার্ভ ক্রিকেটার হিসেবে ছিলেন।

বিশ্বকাপের আসরে বদলি ক্রিকেটার নেয়ার জন্য ইভেন্ট টেকনিক্যাল কমিটির অনুমোদন দরকার হয়। মূলত এজন্যই বদলি ক্রিকেটার ঘোষণা করা একটু সময় সাপেক্ষ ব্যাপারও।
‘সাকিবরা জানে কিভাবে ঘুরে দাঁড়াতে হয়’
১২ জুলাই ২৫
জাজাই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পরই এবডমিনাল মাসলের চোটে পড়েন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল এক বা দুই ম্যাচের জন্য হয়তো মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে।
যদিও চোটের উন্নতি না হওয়ায় টুর্নামেন্ট থেকেই ছিটকে যেতে হয়েছে তাকে। এদিনে নাইব প্রায় এক বছর পর টি-টোয়েন্টি দলে ফিরলেন। সব কিছু ঠিক থাকলে মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে খেলতেও দেখা যেতে পারে তাকে।
বিশ্বকাপের এবারের আসরে ইংল্যান্ডের বিপক্ষে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল তারা। যদিও নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। সেই ম্যাচে একটি বলও মাঠে গড়াতে পারেনি।