রাহুলের পরিবর্তে পান্তকে খেলানোর পরামর্শ দিলেন হরভজন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
রাহুলকে দ্রুত ফিরিয়ে ম্যাচ জমিয়ে দিতে চায় ইংল্যান্ড
১৪ জুলাই ২৫
গত কিছু দিন ধরেই ব্যাট হাতে সুবিধা করতে পারছেন না লোকেশ রাহুল। এই ওপেনারের অধারাবাহিকতা অস্ট্রেলিয়া বিশ্বকাপেও চলমান। আসরে নিজেদের প্রথম তিন ম্যাচেই ব্যর্থ হয়েছেন তিনি। রাহুলের এমন অফফর্ম দলের জন্য উদ্বেগের বিষয় বলে মনে করেন হরভজন সিং। ভারতের সাবেক এই ক্রিকেটারের মতে, রাহুলের পরিবর্তে ঋষভ পান্তকে একাদশে খেলানো উচিত।
অস্ট্রেলিয়া বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে শুরু করেছে পাকিস্তান। পরের ম্যাচেও নেদারল্যান্ডসের বিপক্ষে সহজ জিয় পেয়েছে। যদিও শেষ ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে হেরেছে তারপরও সেমি-ফাইনালে এক পা দিয়ে রেখেছে ভারত।। দল এমন ধারবাহিক পারফর্ম করলেও ব্যাট হাতে ধারবাহিকভাবে ব্যর্থ রাহুল।

প্রথম ম্যাচে ৪ রান করে সাজঘরে ফিরেছিলেন রাহুল। পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচে বাড়তি চাপও ছিল। তবে নেদারল্যান্ডসের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল তার। কিন্তু ডাচদের বিপক্ষেও ৯ রানের বেশি করতে পারেননি এই ওপেনার।
ভারত না আসায় আগষ্টে দেশের বাইরে সিরিজ খেলার চেষ্টায় বাংলাদেশ
৯ ঘন্টা আগে
সর্বশেষ ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে উইকেটে গিয়ে বেশ খানিকটা সময় কাটিয়েছেন রাহুল। তবে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। উল্টো ধীর গতির ইনিংস খেলে দলের বিপদ বাড়িয়েছেন। ১৪ বল খেলে ৯ রান করেছেন এই ওপেনার।
হরভজন বলেন, 'তাদের কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে, দলকে এগিয়ে যাওয়ার কথা ভাবতে হবে। আমরা সবাই জানি, রাহুল একজন দুর্দান্ত খেলোয়াড়। সে একজন ম্যাচ উইনার। কিন্তু যদি সে তার ফর্ম নি??়ে এভাবে লড়াই করে, তাহলে আমি মনে করি, ঋষভ পান্তকে (রাহুলের জায়গায়) দলে আনা উচিত।'
এদিকে চলমান বিশ্বকাপে এখনও পর্যন্ত কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি পান্ত। তবে এই ফরম্যাটের ক্রিকেটেও তিনি পরীক্ষিত। বিশেষ করে বড় শট খেলতে পারেন। দলের প্রয়োজনে এক প্রান্ত আগলে রেখে বড় ইনিংস খেলারও সামর্থ্য আছে এই উইকেটকিপার-ব্যাটারের।