'মালিক দলে থাকলে পাকিস্তান হারতো না'

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পিসিবির ৫ লাখ রুপির চাকরি ছেড়ে দিলেন মালিক

১৫ মে ২৫
শোয়েব মালিক, ফাইল ফটো

টানা দুই ম্যাচ হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করেছে পাকিস্তান। যেখানে জিম্বাবুয়ের বিপক্ষেও ব্যর্থ হয়েছে বাবর আজমের দল। দলের এমন বাজে পারফরম্যান্সে বড় দায় ব্যাটারদের। বিশেষ করে মিডল অর্ডার। গত কয়েক মাস ধরেই মিডল অর্ডার ব্যাটারদের অধারাবাহিকতা ভুগাচ্ছে পাকিস্তানকে। আকিভ জাভেদ মনে করেন, শোয়েব মালিক দলে থাকলে এই দুটি ম্যাচই পাকিস্তান জয় পেতো।


জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে শেষ ৬ বলে পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ছিল ১১ রান হাতে ছিল ৪ উইকেট। ব্রেড ইভান্সের করা শেষ ওভারের প্রথম তিন বল থেকে ৮ রান নিয়ে সেই সমীকরণটা সহজ করে ফেলে পাকিস্তান। কিন্তু চতুর্থ বল ডট আর পঞ্চম বলে নাওয়াজ সাজঘরে ফিরলে সমীকরণ দাঁড়ায় ১ বলে ৩ রানে। শেষ বলে শাহীন আফ্রিদি মাত্র ১ রান নিতে পারলে ১ রানে হারে পাকিস্তান।


promotional_ad

১৩১ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই ভুগতে থাকে পাকিস্তান। দুই ওপেনার বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ান দ্রুত সাজঘরে ফিরলে দলের বিপদ বাড়ে। তবে শান মাসুদের ব্যাটে আবারও ম্যাচে ফেরে তারা।


আরো পড়ুন

বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি না: সালমান

১৮ ঘন্টা আগে
লিটন দাস (বামে) ও সালমান আঘা (ডানে), ফাইল ফটো

কিন্তু মিডল ওভারে পাকিস্তানের লাগাম টেনে ধরেন সিকন্দার রাজা। এই অলরাউন্ডার একই ওভারে শাদাব খান এবং হায়দার আলিকে সাজঘরে ফেরালে পাকিস্তানের আকাশে শঙ্কার মেঘ জমে। সেই মেঘই অমঙ্গলের বৃষ্টি হয়ে ঝড়েছে বাবর-রিজওয়ানদের ওপর।


আকিব জাভেদ বলেন, 'খেলোয়াড়দের মধ্যে মালিক দলে সবচেয়ে মানানসই এবং খেলাটা সে সবচেয়ে ভালো বোঝে। যদি সে দলে থাকত, (ভারত ও জিম্বাবুয়ের বিপক্ষে) দুটি ম্যাচ পাকিস্তান জিততে পারত।'


এদিকে পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের অংশ ছিলেন মালিক। সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে ১২৪ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ২ হাজার ৪৩৫ রান। পাশাপাশি বল হাতে শিকার করেছেন ২৮ উইকেট। আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে ৪৪৬ ম্যাচে ১১ হাজারের বেশি রান এবং ২০০ এর বেশি উইকেট আছে তার ঝুলিতে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball