ইংল্যান্ডকে হারিয়ে মাটিতেই পা রাখছেন বার্লবির্নি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ক্রিকেট ছাড়লেন দুই দেশের হয়ে টেস্ট খেলা পিটার মুর

১১ জুলাই ২৫
ক্রিকেট ছাড়লেন দুই দেশের হয়ে টেস্ট খেলা পিটার মুর, ফাইল ফটো

সুপার টুয়েলভে এখনও পর্যন্ত সবচেয়ে বড় চমক দেখিয়েছে আয়ারল্যান্ড। আসরের হট ফেভারিট ইংল্যান্ডকে গুড়িয়ে দিয়ে জয় তুলে নিয়েছে আইরিশরা। হোকনা সেটা ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে, এই জয়কে খাটো করে দেখার সুযোগ নেই। তবে ইংলিশদের হারিয়ে নিজেদের পা মাটিতেই রাখছেন আইরিশ দলপতি অ্যান্ডি বার্লবির্নি।


প্রথম পর্বে দুর্দান্ত ক্রিকেট খেলেছিল আয়ারল্যান্ড। যেখানে নিজেদের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছিল বার্লবির্নির দল। সেই বাঁচা-মরার লড়াইয়ে ক্যারিবিয়ানদের হারিয়ে সুপার টুয়েলভে পা রেখেছিল আইরিশরা।


promotional_ad

শ্রীলঙ্কার বিপক্ষে হেরে সুপার টুয়েলভ শুরু করেছিল আয়ারল্যান্ড। তবে পরের ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়ায় তারা। শুরুতে ব্যাটিং করতে নেমে পল স্টার্লিংয়ের ব্যর্থতার পরও দারুণ ব্যাটিং করেছে তারা। আর বোলিংয়েও  নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে তারা।


শেষ পর্যন্ত বৃষ্টি বাধায় পুরো সময় খেলা না হওয়ায় ডিএল পদ্ধতিতে জয় লাভ করে আয়ারল্যান্ড। এই জয়ের পর আইরিশদের চোখ এখন পরের ম্যাচে। আফগানিস্তানের বিপক্ষে সেই ম্যাচে ভালো কিছু করতে আশাবাদী অধিনায়ক।


বার্লবির্নি বলেন, 'ভক্তদের অনেকে থেকে গেছে। তাদের সমর্থন চমৎকার, তাদের আনন্দ বাড়িয়ে দিতে আমরা অনেক কিছু করতে চাই। শুক্রবার আফগানিস্তানের বিপক্ষে এখানে খেলা। ওই ম্যাচের দিকে তাকিয়ে আছি। আমরা সৌভাগ্যবান যে বৃষ্টিতে আমাদের মাশুল গুনতে হয়নি কিন্তু আমাদের উন্নতি করতে হবে।’


স্টার্লিং দ্রুত সাজঘরে ফিরলে উইকেটে আসেন বার্লবার্নি। তিন নম্বরে ব্যাটিং করতে নেমে লরকান টাকারের সঙ্গে দারুণ এক জুটি গড়েন। তিনি নিজে হাফ-সেঞ্চুরিও হাঁকিয়েছেন। ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন আইরিশ অধিনায়ক।


বার্লবির্নি বলেন, 'আমরা অল্প রানের মধ্যে ৭ উইকেট হারালাম, এটা ছিল হতাশাজনক। তাদের বোলারদের বৈচিত্রময় বোলিংয়ে আমাদের ব্যাট করা কঠিন হয়ে উঠছিল। আমাদের কাছ থেকে মোমেন্টাম ছিনিয়ে নিয়েছিল। কিন্তু লরকান টাকারের সঙ্গে আমরা সেই বাধা পেরিয়ে গেছি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball