আমারটা বাজে ইনিংস, স্টইনিসেরটা স্পেশাল: ফিঞ্চ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ফিঞ্চের কাছে রিশাদকে প্রশংসায় ভাসিয়েছেন পন্টিং
২১ জুন ২৫
১৫৯ রান তাড়ায় খানিকটা টেস্ট মেজাজে ব্যাটিং করছিলেন অ্যারন ফিঞ্চ। অনেকবার চেষ্টা করলেও ব্যাটে-বলে ঠিকঠাক টাইমিং করতে পারছিলেন না অস্ট্রেলিয়ার অধিনায়ক। দ্রুত উইকেট হারানোর ফলে কঠিন হচ্ছিল অজিদের রান তাড়া। তবে দৃশ্যপট পাল্টে দেন মার্কাস স্টইনিস।
ডানহাতি এই ব্যাটারের ঝড়ো হাফ সেঞ্চুরিতে সহজেই জিতে যায় অস্ট্রেলিয়া। ম্যাচ শেষে স্টইনিসের এবং নিজের ইনিংসকে আলাদাভাবে মূল্যায়ন করেছেন ফিঞ্চ। অজি অধিনায়ক অকপটে স্বীকার করে নেন তার ইনিংসটি বাজে ছিল এবং স্টইনিসেরটি স্পেশাল ছিল।

এ প্রসঙ্গে ফিঞ্চ বলেন, ‘অবশ্যই আমার ইনিংসটা ছিল অদ্ভুত। বাজে ইনিংস এটা। আমি বল ঠিকঠাক মারতে পারিনি। স্টয়নিসের ইনিংসটা ছিল স্পেশাল। এরকম মনোভাব নিয়ে ব্যাটিংয়ে নামাটাই বড় ব্যাপার। ব্যাট করতে নামলে ক্রিজে এরকমই থাকতে হয়। টি-টোয়েন্টি ক্রিকেটে এটিই অর্ধেক যুদ্ধ। তার যে স্কিল ও শক্তি আছে, দুইয়ের মিশেলে তা দারুণ।’
এত দ্রুত সবকিছু ঘটবে, তা ভাবিনি: স্টার্ক
১৫ জুলাই ২৫
নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরেছিল অস্ট্রেলিয়া। পরের ম্যাচেই অবশ্য ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। পার্থে শ্রীলঙ্কাকে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের প্রথম পয়েন্ট পেয়েছে তারা। দুই ম্যাচে এক জয় নিয়ে পাঁচে রয়েছে অস্ট্রেলিয়া।
পরের ম্যাচে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। তারাও দুই ম্যাচ খেলে এক জয় পেয়েছে। মেলবোর্নে আয়ারল্যান্ডের কাছে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৫ রানে হেরেছে জস বাটলারের দল। ২ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে তারা। সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে দুই দলের জন্যই ম্যাচটি গুরুত্বপূর্ণ। এদিকে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি খেলার জন্য মুখিয়ে আছেন ফিঞ্চ।
তিনি বলেন, ‘(এমসিজিতে ইংল্যান্ডের বিপক্ষে খেলা) সবসময়ই দুর্দান্ত ব্যাপার। যে কোনো ফরম্যাটে, বিশ্বের যে কোনো জায়গায় ওদের বিপক্ষে খেলাটা বিশেষ কিছু। আমরা ম্যাচটির জন্য মুখিয়ে আছি।’