promotional_ad

বৃষ্টির নিষ্ঠুরতা দেখল সাউথ আফ্রিকা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বৃষ্টি বিঘ্নিত ম্যাচে জিম্বাবুয়েকে প্রায় হারিয়েই দিয়েছিল সাউথ আফ্রিকা। কিন্তু বেরসিক বৃষ্টির কারণে জয় পাওয়া হয়নি প্রোটিয়াদের। হোবার্টে বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য নেমে এসেছিল ৯ ওভারে। আগে ব্যাট করে জিম্বাবুয়ে ৫ উইকেট ৮০ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে।


জবাবে খেলতে নেমে ৩ ওভারেই প্রোটিয়ারা তুলে নিয়েছিল বিনা উইকেটে ৫১ রান। কিন্তু ম্যাচটাই তারা শেষ করতে পারেনি। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন কুইন্টন ডি কক। টেন্ডাই চাতারার প্রথম ওভারেই ৪টি চার ও এক ছক্কায় ২৪ রান তুলেন ডি কক।


promotional_ad

রিচার্ড এনগারাভার করা দ্বিতীয় ওভারে আরও ১৭ রান নেন ডি কক। অন্যপ্রান্ত টেম্বা বাভুমা তখনও রানের খাতাই খুলতে পারেননি। তবে খানিক বাদেই বেরসিক বৃষ্টি হানা দেয়।


এরপর আরও এক ওভার খেলা হলেও আবারও বৃষ্টি শুরু হলে আম্পায়াররা খেলা পরিত্যক্ত ঘোষণা করেন। ফলে এক পয়েন্ট করে ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে।


এর আগে প্রথমে ব্যাট করতে নেমে সাউথ আফ্রিকার বোলারদের তোপের মুখে পড়তে হয় জিম্বাবুয়ের ব্যাটারদের। দলীয় ১২ রানেই তারা ৩ উইকেট হারায়। এরপর দলীয় ১৯ রানে শেন উইলিয়ামস ফিরে গেলে বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে।


এরপর ওয়েসলি মাধেভেরে ও মিল্টন শুম্বা মিলে জিম্বাবুয়েকে লড়াইয়ের পুঁজি এনে দেন। শেষদিকে শুম্বা ১৮ রান করে ফিরলেও মাধেভেরে ৩৫ রান করে অপরাজিত থাকেন শেষ পর্যন্ত।


সাউথ আফ্রিকার হয়ে লুঙ্গি এনগিদি ২টি উইকেট নেন। একটি করে উইকেট পেয়েছেন ওয়েইন পার্নেল ও এনরিক নরকিয়া।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball