জিম্বাবুয়েকে হারিয়ে টিকে রইল ওয়েস্ট ইন্ডিজ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আম্পায়ারের সঙ্গে অশালীন আচরণ করায় জোসেফের শাস্তি
১০ ডিসেম্বর ২৪
জনসন চার্লসের ব্যাটে ভালো শুরুর পর ব্যাটিং বিপর্যয়ে পড়ে পথ হারাতে বসেছিল ওয়েস্ট ইন্ডিজ। শেষ দিকে রভম্যান পাওয়েল এবং আকেল হোসেনের ঝড়ো ইনিংসে লড়াইয়ের পুঁজি পায় দুইবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। সুপার টুয়েলভে যাওয়ার লড়াইয়ে টিকে থাকতে বাকি কাজটা সারেন আলজারি জোসেফ-জেসন হোল্ডাররা। জিম্বাবুয়েকে ৩১ রানে হারিয়ে সুপার টুয়েলভে যাওয়ার আশা টিকিয়ে রাখল ওয়েস্ট ইন্ডিজ।
১৫৪ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো করেছিল জিম্বাবুয়ে। ৯ বলে ১৩ রান করা রেগিস চাকাভাকে সাজঘরে ফিরিয়ে রোডেশিয়ান শিবিরে প্রথম আঘাত হানেন আলজারি জোসেফ। তবে আরেক ওপেনার ওয়েসলে মাদেভারে ১৯ বলে ২৭ রান করেন।

দুই ওপেনারের বিদায়ের পরই পথ হারায় জিম্বাবুয়ে। টনি মুনিওয়াঙ্গা এবং শন উইলিয়ামস দ্রুতই সাজঘরে ফেরেন। মুনিওয়াঙ্গার ব্যাট থেকে আসে ২ রান আর উইলিয়ামস ফিরেছেন ১ রান করে। তাদের বিদায়ের পর বিপাকে পড়ে দল।
ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দলে রাসেল-হোল্ডার, ক্লান্ত পুরান বিশ্রামে
৩ জুন ২৫
গত ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করা সিকান্দার রাজাও এদিন ব্যর্থ হয়েছেন। ৮ বলে ১৪ রান করে এই ব্যাটার যখন সাজঘরে ফেরেন তখন দল ঘোর অন্ধকারে। এরপর রায়ান বার্ল এবং লুক জংওয়ে মিলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। তবে তা যথেষ্ট হয়নি।
বার্লের ব্যাট থেকে এসেছে ১৯ বলে ১৭ রান। আর জংওয়ে করেছেন দলীয় সর্বোচ্চ ২২ বলে ২৯ রান। শেষ পর্যন্ত ১৮ ওভার ২ বলে ১২২ রান তোলে অলআউট হয় জিম্বাবুয়ে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৬ রানে ৪ উইকেট শিকার করেছেন আলজারি জোসেফ।
এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৫৩ রান তুলে ওয়েস্ট ইন্ডিজ। যেখানে ৩৬ বলে ৪৫ রান এসেছে চার্লসের ব্যাট থেকে। শেষ দিকে ২১ বলে ২৮ রান করেছেন রভম্যান পাওয়েল। জিম্বাবুয়ের হয়ে ১৯ রানে ৩ উইকেট শিকার করেছেন রাজা।