ওয়ানডে সিরিজে ফিরছেন স্যামসন, আগেই জানিয়ে দিলেন সৌরভ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘পান্তকে ভয় পায় ইংল্যান্ড’
২ ঘন্টা আগে
ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা হয়নি সাঞ্জু স্যামসনের। এমনকি ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকা সিরিজেও তাকে ছাড়াই খেলছে ভারত। স্যামসন আবার কবে দলে ফিরবে এ নিয়েও চলছে কানাঘুষা।
যদিও সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে আবারও স্যামসনকে দলে ফেরাচ্ছে ভারত। দল ঘোষণা হওয়ার আগেই এমনটা জানিয়েছেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি।

ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে সাউথ আফ্রিকার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে বিশ্রাম দেয়া হতে পারে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কোয়াডে থাকা অনেক ক্রিকেটারকে।
বড় জয়ে সিরিজ শুরু বাংলাদেশের যুবাদের
১৭ জুলাই ২৫
ফলে এই সিরিজে ভারতের নেতৃত্বে দেখা যেতে পারে অভিজ্ঞ ওপেনার শিখর ধাওয়ানকে। তারই সহকারী হিসেবে রাখা হতে পারে স্যামসনকে। সেই গুঞ্জনই ডালপালা মেলেছে সৌরভের মন্তব্যে।
এ প্রসঙ্গে বিসিসিআই সভাপতি বলেন, 'স্যামসন ভালো খেলছে। সে থাকবে এবং সে ভারতের হয়ে খেলবে। সে বিশ্বকাপে খেলতে পারছে না। আমি নিশ্চিত সে আমাদের ভাবনাতেই রয়েছে। আমার মনে হয় সে সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজেও খেলবে। সে আমাদের নজরেই আছে। সে আইপিএলেও ফ্র্যাঞ্চাইজির হয়ে দারুণ খেলেছে। সে দলটির অধিনায়ক ছিল। সেখানেও সে ভালো করেছে।'
সাউথ আফ্রিকার বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি সিরিজ শেষ হবে আগামী ৪ অক্টোবর। এরপর ওয়ানডে সিরিজ শুরু হবে ৬ অক্টোবর থেকে। সিরিজের বাকি দুই ওয়ানডে হবে ৯ ও ১১ অক্টোবর। চলতি সপ্তাহেই ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণার কথা রয়েছে ভারতের।