মুশফিকের পায়ে চার সেলাই

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিপিএলকে বদলে দিতে তামিম-মুশফিকদের পরামর্শ নিলো বিসিবি
১৪ জুলাই ২৫
আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেয়ার ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত মুশফিকুর রহিমের কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই। তবে নিজের ফিটনেস ধরে রাখতে এই সময়েও নিয়মিত অনুশীলন করছেন এই উইকেটকিপার ব্যাটার। তবে জিম করতে গিয়ে আজ চোট পেয়েছেন মুশফিক।
শনিবার (১৭ সেপ্টেম্বর) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের জিমে অনুশীলন করতে গিয়ে বাঁ পায়ের হাঁটুতে চোট পেয়েছেন মুশফিক। কেঁটে যাওয়ায় তার পায়ে চারটি সেলাই দিতে হয়েছে। বিশ্বস্ত একটি সূত্র এ খবর ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছে।

সূত্র জানিয়েছে, 'জিমে অনুশীলনের সময় বাঁ পায়ের হাঁটুতে আঘাত পেয়েছেন মুশফিক। এরপর প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে নেয়ার পর সেখানে সেলাই দিতে হয়েছে। কমপক্ষে দুই সপ্তাহ তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।'
‘ওরা হয়ত মানিয়ে নিতে পারেনি’ হেসনের সমালোচনার জবাবে ইমন
৮ ঘন্টা আগে
আগামী ১০ অক্টোবর থেকে জাতীয় ক্রিকেট লিগের খেলা শুরু। রাজশাহী বিভাগের হয়ে জাতীয় লিগের সব রাউন্ড খেলবেন বলে বিসিবিকে জানিয়েছিলেন তিনি। সময় মতো সুস্থ হলে প্রথম রাউন্ড থেকেই জাতীয় লিগে দেখা যাবে মুশফিককে।
এদিকে কয়েক দিন আগেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন মুশফিক। সদ্য সমাপ্ত এশিয়া কাপে বাজে পারফরম্যান্সের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অবসরের কথা জানান এই উইকেটকিপার ব্যাটার।