'বাবর-রিজওয়ানরা পাকিস্তানকে ট্রফি জেতাতে পারবে না'

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

৪২ ম্যাচে ১৭ জয়, তবুও বেতন বাড়ছে বাবর-রিজওয়ানদের

১০ জুলাই ২৫
পাকিস্তান দল, ফাইল ফটো

বর্তমান সময়ে পাকিস্তানের ব্যাটিং অর্ডারে সবচেয়ে দায়িত্বশীল দুই ব্যাটারের নাম বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান। ব্যাটিংয়ে অনেকটাই তাদের উপর নির্ভরশীল দল। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটে তাদের ধীরগতির ব্যাটিং যেন দলের জন্য আত্মঘাতী হয়ে উঠছে, এমনটাই ধারণা আকিব জাভেদের। তার মতে, এই দুই জন পাকিস্তানকে কখনও টুর্নামেন্ট জেতাতে পারবে না।


সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারিয়ে দারুণ শুরু করেছিল পাকিস্তান। বিশ্বমঞ্চে ভারতের বিপক্ষে পাকিস্তানের প্রথম এবং একমাত্র জয়ে বড় বদান ছিল বাবর-রিজওয়ান জুটির। পাকিস্তানের এমন অনেক জয়ের সাক্ষী তারা।


promotional_ad

বাবর-রিজওয়ানের সামর্থ্য নিয়ে কারও কোনো সন্দেহ নেই, তবে দুজনই একই ধরনের ব্যাটার হওয়ায় ওপেনিংয়ে এই দুই জনের খেলা নিয়ে সমালোচনা হচ্ছে। দুই প্রান্ত থেকেই ধীরগতির শুরুর ফলে পাওয়ার প্লে ঠিকমতো কাজে লাগাতে পারে না দল। তাছাড়া শুরুর দশ ওভারে পিছিয়ে গেলে এরপর বড় রান করা কঠিন হয়ে পড়ে।


আরো পড়ুন

‘ওরা হয়ত মানিয়ে নিতে পারেনি’ হেসনের সমালোচনার জবাবে ইমন

৭ ঘন্টা আগে
অপরাজিত ৫৬ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন পারভেজ হোসেন ইমন, ক্রিকফ্রেঞ্জি

আকিভ বলেন, 'এ দুজন ওপেনার আপনাকে কোনো টুর্নামেন্ট জেতাতে পারবে না। বাবর-রিজওয়ান বিশ্বের এক ও দুই নম্বর খেলোয়াড়। তবে তাদের বুঝতে হবে কী করতে হবে। রিজওয়ান ১৫ ওভার ব্যাটিং করলো। যখন ব্যাটিংয়ে যায় ওভারপ্রতি ৮ রান প্রয়োজন ছিল। কিন্তু আউট হওয়ার সময় সেটি উঠে গেলো ১৭তে।’


আকিব জাভেদের মতে, বেশ কয়েকজন খেলোয়াড়কে জোর করে দল থেকে বাদ দেয়া হয়েছে এবং কয়েকজনকে বিনা কারণে বারবার সুযোগ দেয়া হচ্ছে। পাইপ লাইনের দিকে আরও নজর দেয়ার পরামর্শ দিয়েছেন তিনি।


আকিব জাভেদ বলেন, ‘ইফতিখার পাঁচ বছরে ঘুরে ঘুরে চারবার দলে ফিরেছে। আসিফ আলি ও খুশদিল শাহর বেলায় একই ঘটনা। জাতীয় দলের নিচে পাইপলাইনের দিকে নজর না দিলে, বিকল্প খেলোয়াড় কে হতে পারে তা না ভাবলে এমনটা হতেই পারে। আমি জানি না, এই অবস্থা থেকে কীভাবে বের হওয়া যাবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball