পাঞ্জাবের নতুন কোচ বেলিস

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আইপিএলে কোটি কোটি টাকার পুরষ্কার কারা পেল

৪ জুন ২৫
ট্রফি হাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর উল্লাস, ফাইল ফটো

কদিন আগে গুঞ্জন উঠেছিল পাঞ্জাব কিংসের প্রধান কোচ হচ্ছেন ট্রেভর বেলিস। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। ২০১৯ সালে ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ জেতা কোচকে নিয়োগ দিলো পাঞ্জাব। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।


২০২০ সালে পাঞ্জাবে যোগ দিয়েছিলেন অনিল কুম্বলে। সেই সময় অর্থাৎ সর্বশেষ তিন আইপিএলে প্লে অফে যেতে পারেনি পাঞ্জাব। এমন ব্যর্থতার পর প্রধান কোচের দায়িত্ব থেকে কুম্বলেকে সরিয়ে দিয়েছে দলটি। ভারতের সাবেক স্পিনারেরই স্থলাভিষিক্ত হলেন বেলিস।


promotional_ad

পাঞ্জাবের সঙ্গে কাজ করতে এবং তাদের হয়ে ট্রফি জিততে মুখিয়ে রয়েছেন তিনি। এ প্রসঙ্গে বেলিস বলেন, ‘ট্রফির জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে দৃঢ়প্রতিজ্ঞ খেলোয়াড়দের নিয়ে গড়া প্রতিভাবান স্কোয়াডের সঙ্গে কাজ করতে আমি উন্মুখ।’


কোচিং ক্যারিয়ারে দারুণ সাফল্য রয়েছে এই অস্ট্রেলিয়ানের। ২০১২ ও ২০১৪ মৌসুমে আইপিএলের ট্রফি জেতা কলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচের দায়িত্বে ছিলেন বেলিস। ২০২০ এবং ২০২১ মৌসুমে ছিলেন সানরাইজার্স হায়দরাবাদের প্রধান কোচ।


সদ্যই শেষ হওয়া দ্য হান্ড্রেডের দল লন্ডন স্পিরিটের দায়িত্বও সামলেছেন এই অস্ট্রেলিয়ান। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের পাশপাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও সাফল্য রয়েছে বেলিসের। আইপিএলের শুরু থেকে খেললেও এখন পর্যন্ত শিরোপা ঘরে তুলতে পারেনি পাঞ্জাব।


আইপিএলে এখন পর্যন্ত দুবার প্লে অফ খেলেছে তারা। যেখানে ২০০৮ সালে সেমিফাইনাল এবং ২০১৪ সালে কলকাতার কাছে হেরে রানার্স আপ হয় তারা। সর্বশেষ চার মৌসুমেই ছয়ে থেকে শেষ করেছে পাঞ্জাব।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball