নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিকে নিশামের ‘না’

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

হেনরি-কনওয়ের সৌজন্যে সহজ জয় পেল নিউজিল্যান্ড

১৯ জুলাই ২৫
ডেভন কনওয়ে (বামে) ও রাচিন রবীন্দ্র (ডানে), ফাইল ফটো

নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকার সুযোগ পেয়েও তা প্রত্যাখ্যান করেছেন জেমস নিশাম। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন এই অলরাউন্ডার। নতুন কেন্দ্রীয় চুক্তিতে যুক্ত হয়েছেন ফিন অ্যালেন এবং ব্লেয়ার টিকনার।


কিছুদিন আগেই ঘোষিত চুক্তিতে বাদ দেয়া হয়েছিল নিশামকে। পরবর্তীতে জায়গা ফাঁকা হলে আবারও তাকে কেন্দ্রীয় চুক্তিতে আসার জন্য প্রস্তাব দেয়া হয়। কিন্তু ততদিনে নানান ফ্র্যাঞ্চাইজি লিগে নিজের নাম দিয়ে দেন নিশাম।


promotional_ad

এ কারণে কেন্দ্রীয় চুক্তিতে নাম লেখানোর প্রস্তাবে রাজি হননি তিনি। তবে এই চুক্তিতে নাম না থাকলেও নিউজিল্যান্ডের হয়ে নিয়মিতই খেলে যেতে চান ৩১ বছর বয়সী এই অলরাউন্ডার। বিশেষ করে বড় আসরগুলোতে খেলতে চান তিনি।


নিশাম বলেন, 'আমি জানি, আমার কেন্দ্রীয় চুক্তি প্রত্যাখ্যান করার সংবাদটিকে এমনভাবে দেখা হবে যেন দেশকে প্রতিনিধিত্ব করার চেয়ে আমি টাকাকেই বেছে নিয়েছি। তবে বাস্তবতা হচ্ছে, গত জুলাইয়ে আমার পরিকল্পনা ছিল যে, বোর্ডের চুক্তি গ্রহণ করব। আমাকে তখন চুক্তিতে রাখা হয়নি। আমি তাই বিশ্বজুড়ে বিভিন্ন লিগে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে গেছি।'


'সিদ্ধান্তটি কঠিন ছিল। তবে আমি নিজের প্রতিশ্রুতিগুলো রক্ষা করাকেই গুরুত্বপূর্ণ মনে করেছি। ব্ল্যাক ক্যাপদের হয়ে খেলা আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় সম্মান এবং নিকট ভবিষ্যতেও আমার স্বদেশীদের সঙ্গে মাঠে নামতে আমি প্রতিজজ্ঞাবদ্ধ, বিশেষ করে বড় আসরগুলোয়।'


কিছুদিন আগেই নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ান ট্রেন্ট বোল্ট। তার কয়েকদিন পর অবসরের ঘোষণা দেন বোর্ডের চুক্তিতে থাকা অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম। এই দুজনও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে গুরুত্ব দিতে চান। যদিও বোল্ট দেশের হয়ে বড় আসরে খেলতে চান।


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball