বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করল আফগানিস্তান

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ
১৮ জুলাই ২৫
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান। ১৫ সদস্যের এই স্কোয়াডের বাইরে আছেন ৪ জন স্ট্যান্ড বাই ক্রিকেটার। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও দলটির অধিনায়কত্ব করবেন মোহাম্মদ নবি।
নবির ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন নাজিবউল্লাহ জাদরান। আফগান দলে অবশ্য লেগ-স্পিনার কাইস আহমেদের অন্তর্ভুক্তি ছাড়া তেমন কোনো চমক নেই। মুজিব উর রহমান, ইব্রাহিম জাদরান, রশিদ খান, রহমানউল্লাহ গুরবাজদের মতো সব তারকারাই যথারীতি দলে আছেন।
এশিয়া কাপের দল থেকে এই দলে বাদ পড়েছেন সামিউল্লাহ শিনওয়ারী, আফসার জাজাই, হাশমতউল্লাহ শহীদি, করিম জানাত এবং নুর আহমেদ। কাইসের পাশপাশি দলে জায়গা করে নিয়েছেন দারউইশ রাসুলি ও সালিম সাফি। অভিষেকের অপেক্ষায় আছেন পেসার সালিম।

২০১৯ ওয়ানডে বিশ্বকাপে দলটিকে নেতৃত্ব দেয়া গুলবাদিন নাইবকে স্ট্যান্ড বাই তালিকায় রাখা হয়েছে। স্ট্যান্ড বাই তালিকায় এই অলরাউন্ডার ছাড়া আছেন আফসার জাজাই, শরাফউদ্দিন আশরাফ ও রহমত শাহ।
২২ অক্টোবর পার্থে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু আফগানদের বিশ্বকাপ মিশন।
টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের স্কোয়াড- মোহাম্মদ নবি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), আজমতউল্লাহ ওমরজাই, দারউইশ রাসুলি, ফরিদ আহমেদ মালিক, ফজল হক ফারুকি, হজরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, মুজিব উর রহমান, নাভিন উল হক, কাইস আহমেদ, রশিদ খান, সালিম সাফি এবং উসমান ঘনি।
স্ট্যান্ড বাই- আফসার জাজাই, শরাফউদ্দিন আশরাফ, রহমত শাহ ও গুলবাদিন নাইব।