বিপিএলের পারফরম্যান্স বিবেচনায় বিশ্বকাপে শান্ত, জানালেন নান্নু

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পুরনো চোটে শান্ত, রাখা হয়েছে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে
৬ জুলাই ২৫
বাংলাদেশ টি-টোয়েন্টি দলে একজন ধারাবাহিক ওপেনার যেন 'সোনার হরিণ'। যাকে হন্যে হয়ে খুঁজছে টিম ম্যানেজমেন্ট। ওপেনিং সমস্যা সমাধানে টিম-ম্যানেজমেন্টের ঘুম হারাম। ব্যাপারটা এমন যে, রীতিমতো ওপেনার চেয়ে বিজ্ঞাপন দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারপরও সন্ধান মিলছে না সেই 'সোনার হরিণের'। তারই ধারাবাহিকতায় এবার বিশ্বকাপ দলে নাজমুল হোসেন শান্ত। সাম্প্রতিক সময়ে কোনো রকমের ম্যাচ খেলা ছাড়াই স্কোয়াডে ফিরেছেন এই টপ অর্ডার ব্যাটার। অথচ মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, পরিসংখ্যান বিশ্লেষণ করেই শান্তকে দলে নেয়া হয়েছে।
সদ্য সমাপ্ত এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াডে ছিলেন এনামুল হক বিজয়, নাইম শেখ কিংবা পারভেজ হোসেন ইমন। তবে এশিয়ার শ্রেষ্ঠত্বের মিশনে তাদের পারফরম্যান্সে মন ভরেনি টিম ম্যানেজমেন্টের। তাইতো এই তিন ওপেনারের কেউই জায়গা পাননি টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে।
বিজয় আর নাইম আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ইনিংস ওপেন করেছিলেন তবে ব্যর্থ হয়েছেন। সেই ম্যাচে বিজয় ১৪ বলে করেছিলেন ৫ রান, আর নাইমের ব্যাট থেকে এসেছিল ৮ বলে ৬ রান। এমন পারফরম্যান্সের পর একাদশ থেকে বাদ পড়েন তারা। আর এবার বিশ্বকাপ দলেও রাখা হয়নি তাদের। কিন্তু ইমন কোনো ম্যাচ না খেলেই এবার স্কোয়াডে জায়গা পাননি। অথচ সাম্প্রতিক সময়ে কোনো ম্যাচ না খেলেও দলে ফিরেছেন শান্ত।

ওপেনারদের এমন আসা-যাওয়া বাংলাদেশের টি-টোয়েন্টি দলে অবশ্য নতুন কিছু নয়। একটা পরিসংখ্যান দলের এই দৃশ্যটা আরও পরিষ্কার করবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে বাংলাদেশ যতটা টি-টোয়েন্টি ম্যাচ জিতেছে, এই সময়ে তার থেকে বেশি ব্যাটার দেশের হয়ে ইনিংস ওপেন করেছেন।
‘ওরা হয়ত মানিয়ে নিতে পারেনি’ হেসনের সমালোচনার জবাবে ইমন
১২ ঘন্টা আগে
গত বিশ্বকাপের পর আরও একটি বিশ্বকাপ আসন্ন। কিন্তু ওপেনারদের এই আসা-যাওয়া চলছেই। এ যাত্রায় নতুন করে আরও একবার শান্তর সংযোজন। এই টপ অর্ডার ব্যাটারের দলে অর্ন্তভুক্তির ব্যাখা দিতে গিয়ে বিসিবির প্রধান নির্বাচক নান্নু বলেন, 'শান্তকে নিয়ে অনেক আলোচনা হয়েছে, ব্যাকআপ একজন ওপেনারের জন্য অনেক অ্যানালাইসিস করেছি, তো সবার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছি, এখানে কারও কোনো দ্বিমত নেই, তো সে কারণেই শান্তকে দলে অর্ন্তভুক্ত করা।'
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সব মিলিয়ে শান্ত ম্যাচ খেলেছেন ৯টি। যেখানে ১৮.৫০ গড় এবং ১০৪.২২ স্ট্রাইক রেটে ১৪৮ রান করেছেন এই বাঁহাতি ব্যাটার। আর সবমিলিয়ে টি-টোয়েন্টিতে ৯৫ ম্যাচ খেলেছেন শান্ত। যেখানে ২৩.৪০ গড় ও ১২২.১৬ স্ট্রাইক রেটে ১৮৯৬ রান করেছেন শান্ত। তার টি-টোয়েন্টি ক্যারিয়ারে শতক আছে দুটি। এসব পরিসংখ্যান একজন টপ অর্ডার ব্যাটারের পক্ষে কথা বলে না।
তবে শান্তকে দলে নেয়ার পেছনে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরিসংখ্যান বিবেচনা করেছেন নির্বাচকরা। যেখানে প্রায় দুই বছর আগে সেঞ্চুরি করেছিলেন শান্ত। ২০২০ সালের ডিসেম্বরে মিনিস্টার রাজশাহীর হয়ে তিন অঙ্কের ম্যাজিক ফিরগার ছুঁয়েছিলেন তিনি। অবশ্য সবমিলিয়ে বিপিএলে ৫৬ ম্যাচ খেলে ২২.১৯ গড়ে ১০২১ রান করেছেন শান্ত। তিনি ব্যাটিং করেছেন ১১৫.৪৯ স্ট্রাইক রেটে। এই ফ্র্যাঞ্চাইজি লিগে একটি সেঞ্চুরিও আছে তার। তাছাড়া বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ নামে যে বিপিএল হয়েছে সেখানেও একটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি।
শান্তকে দলে নেয়া প্রসঙ্গে নান্নু বলেন, 'আপনি শান্তর বিপিএলের রেকর্ড দেখেন, ঘরোয়াতে আমাদের যে কয়জন খেলোয়াড় আছে, সেখানে কিন্তু তার (শান্ত) পারফরম্যান্স খারাপ না। বিপিএলে যে কয়টা সেঞ্চুরি হয়েছে স্থানীয় খেলোয়াড়দের, তা কিন্তু শান্তরই করা। তো সেই হিসেবে তার রেকর্ড কিন্তু খুব একটা খারাপ না।'