শ্রীরামের চাওয়া ও সবার সম্মতিক্রমে বাদ মাহমুদউল্লাহ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন-মিরাজ
১ জুলাই ২৫
গত কয়েকদিন ধরে গণমাধ্যমে গুঞ্জন ছিল, মাহমুদউল্লাহ রিয়াদকে ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে যাবে বাংলাদেশ দল। অবশেষে সেই গুঞ্জনের পালে হাওয়া লেগেছে, আর সেই দমকা হাওয়াতেই যেন রিয়াদের তরী ডুবেছে। বাদ পড়েছেন বিশ্বকাপ দল থেকে। মূলত দলের টেকনিক্যাল কন্সালট্যান্ট শ্রীধরন শ্রীরামের ভবিষ্যত পরিকল্পনায় ঠাই হয়নি মাহমুদউল্লাহর। তাই অভিজ্ঞ এই ব্যাটারকে বিশ্বকাপ দলে রাখেননি নির্বাচকরা, এমনটাই জানিয়েছেন মিনহাজুল আবেদীন নান্নু।
১৫ বছরের টি-টোয়েন্টি ক্যারিয়ারে বাংলাদেশের হয়ে ১২১ ম্যাচ খেলেছেন রিয়াদ। ২৩.৫৭ গড়ে বাংলাদেশের সাবেক টি-টোয়েন্টি অধিনায়কের রান ২ হাজার ১২২। তবে রিয়াদ যে পজিশনে ব্যাটিং করেন সেখানে গড়ের চেয়ে স্ট্রাইক রেটটা বেশি গুরুত্বপূর্ণ। সেখানেও বিবর্ণ তিনি। ফিনিশার হিসেবে খেলা রিয়াদ রান তুলেছেন ১১৭.৩০ স্ট্রাইক রেটে।

বয়স যত বেড়েছে বড় শট খেলার প্রবণতা ততই কমেছে রিয়াদের। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের পর থেকে এখন পর্যন্ত ১৬ টি-টোয়েন্টিতে ১৮.৪ গড়ে ২৬১ রান করেছেন ডানহাতি এই ব্যাটার। স্ট্রাইক রেট ১০১.৫৫। এই পরিসংখ্যান আধুনিক সময়ের ফিনিশারের সঙ্গে বড্ড বেমানান।
‘ওরা হয়ত মানিয়ে নিতে পারেনি’ হেসনের সমালোচনার জবাবে ইমন
১২ ঘন্টা আগে
নান্নু বলেন, 'মাহমদউল্লাহর প্রতি আমাদের সম্মান আছে, আমাদের জাতীয় দলের হয়ে অনেক ভালো ভালো খেলা আমাদের উপহার দিয়েছে। আমাদের টি-টোয়েন্টির যে পরামর্শক (শ্রীরাম) তার একটা পরিকল্পনা আমাদের দিয়েছে এবং আগামী এক বছরের যে পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সেটার জন্য একটা ভিন্ন পরিকল্পনা। তো সেই পরিকল্পনা মতেই টিম ম্যানেজমেন্টের সবার সম্মতিক্রমে মাহমুদউল্লাহকে বাদ দেয়া হয়েছে।'
মাহমুদউল্লাহ ছাড়াও এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন তিন ওপেনার এনামুল হক বিজয়, নাইম শেখ এবং পারভেজ হোসেন ইমন। দলে ফিরেছেন ইনজুরির কারণে এশিয়া কাপ না খেলা লিটন দাস, ইয়াসির আলী চৌধুরী রাব্বি এবং হাসান মাহমুদ।
অপরদিকে অনেকটা আকস্মিকভাবে বিশ্বকাপ যাত্রায় আছেন নাজমুল হোসেন শান্ত। এ ছাড়া এশিয়া কাপের দলে থাকা মুশফিকুর রহিম টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নেয়ায় এই স্কোয়াডে থাকছেন না। ইনজুরি কাটিয়ে দলে ফিরছেন আরেক উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিব আল হাসানের ডেপুটি হিসেবে থাকছেন তিনি।
এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন স্পিন বোলিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। যদিও তাকে স্ট্যান্ড বাই তালিকায় রাখা হয়েছে। এ ছাড়া গত কয়েকদিন মিডিয়ার আলোচনায় থাকা সৌম্য সরকারও আছেন স্ট্যান্ড বাই তালিকায়। এই দুজনের সঙ্গে পেসার শরিফুল ইসলাম ও লেগ স্পিনার রিশাদ হোসেনকেও স্ট্যান্ড বাই তালিকায় রাখা হয়েছে।