মুম্বাইয়ের কোচের পদ ছেড়ে আরও বড় দায়িত্বে জয়াবর্ধনে

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ওয়াদেরা-আইয়ার জুটিই ম্যাচ বের করে নিয়েছে: জয়াবর্ধনে

২ জুন ২৫
নেহাল ওয়াদেরা ও শ্রেয়াস আইয়ার মিলে ৮৪ রানের জুটি গড়েন, বিসিসিআই

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পাঁচ বারের শিরোপা জয়ী দল মুম্বাই ইন্ডিয়ান্সের হেড কোচের দায়িত্ব ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে। এই দায়িত্ব ছেড়ে অন্য কোথাও যাচ্ছেন না শ্রীলঙ্কার সাবেক এই অধিনায়ক। বরঞ্চ বিশ্বজুড়ে মুম্বাই ফ্র্যাঞ্চাইজির সবগুলো দলকেই দেখে রাখবেন তিনি।


মুম্বাই ইন্ডিয়ান্সের মালিকানা মূলত রিলায়েন্স ইন্ডাস্ট্রিস লিমিটেড। একই মালিকানার অন্তর্গত আছে আরও দুটি দল। একটি আরব আমিরাত প্রিমিয়ার লিগের (আইএলটি২০) মুম্বাই এমিরেটস, আরেকটি সাউথ আফ্রিকা টি-টোয়েন্টি লিগের (এসএটি২০) মুম্বাই কেপটাউন ফ্র্যাঞ্চাইজি।


promotional_ad

এখন থেকে এই তিনটি দলই দেখভাল করবেন জয়াবর্ধনে। মুম্বাই ফ্র্যাঞ্চাইজির গ্লোবাল হেড অব পারফরম্যান্স হিসেবে নিযুক্ত হয়েছেন তিনি। জয়াবর্ধনের সঙ্গে পদোন্নতি হয়েছে জহির খানেরও।


আরো পড়ুন

মুম্বাইয়ের ব্যর্থতার দায় কাঁধে নিয়ে হার্দিক বললেন, ‘আমার আরও ভালো করা উচিত ছিল’

৩ জুন ২৫
মুম্বাইয়ের জার্সিতে হার্দিক পান্ডিয়া

ভারতের সাবেক এই ফাস্ট বোলার আগে ডিরেক্টর অব ক্রিকেট অপারেশন্স ছিলেন। বর্তমানে মুম্বাইয়ের গ্লোবাল হেড অব ক্রিকেট ডেভলপমেন্ট পদে নিযুক্ত হয়েছেন। জয়াবর্ধনের নির্দেশনায় থেকে তিন লিগে মুম্বাইয়ের তিনটি ফ্র্যাঞ্চাইজি দেখভাল করবেন তিনি।


আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আইএলটি২০ এবং এসএটি২০। এর কয়েক মাস পরই ভারতের মাটিতে অনুস্থিত হবে আইপিএল। তিনটি ভিন্ন লিগে মুম্বাইয়ের তিনটি দলই যেন ভালো পারফর্ম করে এ কারণেই করা হয়েছে এই রদবদল।


এদিকে জয়াবর্ধনের অনুপস্থিতিতে মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন হেড কোচ কে হবেন তা এখনও জানায়নি ফ্র্যাঞ্চাইজিটি। ২০১৮ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের কোচিং প্যানেলে যোগ দেন জয়াবর্ধনে। এখন পর্যন্ত দলটির হয়ে তিনটি শিরোপা জিতেছেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball