ভারতে ছন্দে ফিরবেন ফিঞ্চ, প্রত্যাশা ম্যাক্সওয়েলের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়ানডে থেকে অবসরে ম্যাক্সওয়েল
২ জুন ২৫
ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে ফর্মে ফিরবেন অ্যারন ফিঞ্চ, এমনটাই প্রত্যাশা গ্লেন ম্যাক্সওয়েলের। অজি এই অলরাউন্ডার মনে করেন, টি-টোয়েন্টিতে বরাবরই আলাদা ফিঞ্চ।
ওয়ানডে ক্রিকেটে ব্যাট হাতে একটানা ব্যর্থ হওয়ায় নেতৃত্ব ছেড়েছেন ফিঞ্চ। নিয়েছেন অবসরও। যদিও টি-টোয়েন্টিতে তার ফর্ম খুব একটা খারাপ নয়। এই বছর টি-টোয়েন্টিতে ৩০.৮৭ গড়ে রান করেছেন এই ওপেনার।

টি-টোয়েন্টিতে ফিঞ্চের ব্যাটিং সামর্থ্যের কথা আলাদাভাবে মনে করিয়ে দিলেন ম্যাক্সওয়েল। বিশেষ করে উপমহাদেশের মাটিতে ফিঞ্চ ভালো ব্যাটিং করবেন বলেই বিশ্বাস তার।
ওয়েনের অলরাউন্ড নৈপুণ্যে জয়ে সিরিজ শুরু অস্ট্রেলিয়ার
১ ঘন্টা আগে
ম্যাক্সওয়েল বলেন, 'ভারতের মাটিতে খেলতে পারা সে উপভোগ করবে। সে সেখানে ব্যাটিং উপভোগ করে। সে যখন একবার মাঠে নেমে সবকিছুর নিয়ন্ত্রণ নিয়ে নেয় তখন সে সবকিছুতেই ভালমতো মনোনিবেশ করতে পারে। এই কৃতিত্ব শুধুই তার।'
গত বছরই সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতান ফিঞ্চ। অধিনায়কত্বের জন্য ফিঞ্চকে আলাদাভাবে মূল্যায়ন করা উচিত বলেও মনে করেন ম্যাক্সওয়েল।
ম্যাক্সওয়েল আরও বলেন, 'ওয়ানডে ক্রিকেটে তার সময়টা সহজ ছিল না। তবে তার মনোভাবে কিন্তু কোনো পরিবর্তন আসেনি। পরিকল্পনায় সে ছিল দারুণ। টি-টোয়েন্টিতে অবশ্য এগুলোকে খুব একটা মূল্যায়ন করা হয় না। অধিনায়ক হিসেবে তাকে ছোটো করে দেখার কিছুই নেই।'
আগামী ২০, ২৩ ও ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিনটি টি-টোয়েন্টি।