অভিজ্ঞ ও তরুণদের মিশেলে নামিবিয়ার বিশ্বকাপ দল ঘোষণা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ঐতিহাসিক ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামছে নামিবিয়া
২৭ মে ২৫
অস্ট্রেলিয়ায় বসতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে নামিবিয়া। অভিজ্ঞদের সঙ্গে নামিবিয়ার বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার। দলকে নেতৃত্ব দেবেন জেরার্ড এরাসমাস।
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা অধিনায়ক এরাসমাস, জেজে স্মিত, স্টিফেন বার্ড, জেন ফ্র্যাইলিঙ্ক, নিকোল লোফটি ইটন, রুবেন ট্রাম্পেলম্যান এবং ডেভিড ভিসার মতো ক্রিকেটাররা রয়েছেন অস্ট্রেলিয়াতে হতে যাওয়া বিশ্বকাপ দলে।

প্রথমবার বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন উইকেটকিপার ব্যাটার লোহান লউরেন্স, ব্যাটার ডিভান লা কুক এবং পেসার টাঙ্গেনি লুঙ্গামেনি। বাছাই পর্বের ‘এ’ গ্রুপে রয়েছে নামিবিয়া। যেখানে তাদের সঙ্গী শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস এবং সংযুক্ত আরব আমিরাত।
ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি
১১ জুলাই ২৫
১৬ অক্টোবর কার্দিনিয়া পার্কে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে নামিবিয়া। ১৮ অক্টোবর নেদারল্যান্ডস এবং ২০ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে এরাসমাসের দল। গ্রুপের সেরা দুই দল বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পাবে।
নামিবিয়ার বিশ্বকাপ স্কোয়াড: জেরার্ড ইরাসমাস (অধিনায়ক), জেজে স্মিত, ডিভান লা কক, স্টিফেন বার্ড, নিকোল লোফটি ইটন, জ্যান ফ্রাইলিঙ্ক, ডেভিড ভিসা, রুবেন ট্রাম্পেলম্যান, জেন গ্রিন, বার্নার্ড স্কোল্টজ, টাঙ্গেনি লুঙ্গামেনি, মাইকেল ভ্যান লিংজেন, বেন শিকঙ্গো, কার্ল বার্কেনস্টক , লোহান লউরেন্স, হেলাও ইয়া ফ্রান্স।