৩ ফরম্যাটে একই অধিনায়ক রাখা বাস্তবসম্মত নয়: কামিন্স

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সাউথ আফ্রিকা সিরিজ বাদ দিয়ে অ্যাশেজের প্রস্তুতি নেবেন কামিন্স
১২ জুলাই ২৫
অ্যারন ফিঞ্চ ওয়ানডে থেকে অবসর নেয়ায় এই ফরম্যাটে নতুন অধিনায়ক খুঁজছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। নেতৃত্ব পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন দলটির টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সও। ওয়ানডের নেতৃত্ব পেতে আগ্রহী কামিন্স। তবে এই ব্যস্ত সূচির ভিড়ে কোনো দলের ৩ ফরম্যাটে একই অধিনায়ক থাকার ব্যাপারটা বাস্তবসম্মত নয় তার কাছে।
আপাতত টেস্ট অধিনায়কত্বের বাইরে কিছুই ভাবছেন না কামিন্স। তবে ওয়ানডে অধিনায়কত্বের প্রস্তাব যদি আসে সেটা লুফে নেয়াও সম্মানের, এমনটা মনে করছেন এই ফাস্ট বোলার।

তিনি বলেন, 'তিন ফরম্যাটে অধিনায়কত্ব পেলে আপনাকে সবগুলো ম্যাচ খেলতে হবে। এটা একেবারেই বাস্তবসম্মত নয়। যদি প্রস্তাব পাই এবং সেভাবে কাজ করতে পারি তাহলে সেটা হবে দারুণ সম্মানের। কিন্তু যদি না পাই (অধিনায়কত্ব), সেটাও ভালো। টেস্ট অধিনায়কত্বের বাইরে আমি কিছুই ভাবছি না। এই ফরম্যাটে কাজ করার আরও অনেক বাকি আছে।'
ওয়েনের অলরাউন্ড নৈপুণ্যে জয়ে সিরিজ শুরু অস্ট্রেলিয়ার
৭ ঘন্টা আগে
কয়েক বছর আগেও ক্রিকেটে দেখা যেতো, একই অধিনায়ক কয়েক ফরম্যাটে নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু বর্তমানে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, ভারতের রোহিত শর্মা এবং পাকিস্তানের বাবর আজম ছাড়া আর কেউই একই সঙ্গে তিন ফরম্যাটের নেতা নন।
এর মধ্যে উইলিয়ামসন ও রোহিত সারা বছরই পান পর্যাপ্ত বিশ্রাম, তাদের বদলে নেতৃত্ব দিয়ে থাকেন অন্যরা। কামিন্সের মতে, কোনও ফাস্ট বোলার যদি নেতৃত্ব পান তাহলে সহ-অধিনায়কদেরও বাড়তি দায়িত্ব নিতে হতে পারে।
কামিন্স আরও বলেন, 'যদি কোনও বোলার নেতৃত্ব পায়, তাহলে অন্য ফরম্যাটে আপনি কোনটা আগে খেলবেন- তা নিয়েও ভাবতে হবে। সহ-অধিনায়ক রাখা যেতে পারে। একজন উইকেটরক্ষক বা একজন ব্যাটারকে।'
'তবে আমরা যেসব দেখে বড় হয়েছি, তা অনেকটাই বদলে গেছে। অধিনায়করা আগে একভাবে দল পরিচালনা করত, তবে এখন সূচিতে খেলা অনেক বেড়ে গেছে। ব্যাপারগুলোকে এখন ভিন্নভাবে দেখতে হবে। নির্ভর করে আপনি কীভাবে কাঠামো সাজান তার ওপর।'